পুঁজিবাজার থেকে টাকা উত্তোলনের অনুমোদন পেল নিয়ালকো

প্রকাশ | ১৫ এপ্রিল ২০২১, ১৯:০৮

যাযাদি ডেস্ক

 

প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) মতোই নিয়ালকো অ্যালুস লিমিটেডকে কোয়ালিফাইড ইনভেস্টর অফারের (কিউআও) মাধ্যমে পুঁজিবাজার থেকে সাড়ে সাত কোটি টাকা উত্তোলনের অনুমোদন দেওয়া হয়েছে।

 

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭৭০তম সভায় প্রথম এসএমই কোম্পানি হিসেবে প্রতিষ্ঠানটিকে এ অনুমোদন দেওয়া হয়। বিএসইসির নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

এতে বলা হয়, এসএমই ক্ষেত্রে দীর্ঘময়োদী অর্থায়নের সুযোগ সৃষ্টির লক্ষে নিয়ালকো অ্যালুসকে সাত কোটি ৫০ লাখ টাকার মূলধন উত্তোলনের অনুমোদন দেওয়া হয়। কোয়ালিফাইড ইনভেস্টর অফারের (কিউআও) নিয়ম অনুসারে ৭৫ লাখ শেয়ার ১০ টাকা অভিহিত মূল্যে কিউআওর মাধ্যমে ইলিজেবল ইনভেস্টরসের নিকট (যোগ্য বিনিয়োগকারীদের কাছ) ইস্যুর প্রস্তাব অনুমোদন করেছে। উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানির ভূমি উন্নয়ন, যন্ত্রপাতি ক্রয় ও আইপিও খরচ খাতে ব্যয় করবে।

 

গত বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কোম্পানির আর্থিক প্রতিবেদন অনুসারে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৯১ পয়সা। পুনর্মূল্যায়ন সঞ্চিতি ছাড়া নিট সম্পদ মূল্য ১২ টাকা ৪৩ পয়সা। এই সময়ে কোম্পানির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) ১২ টাকা ৪৩ পয়সা।

 

এমএমই প্লাটফমে এ লেনদেনর দিন থেকে পরবর্তী তিন বছর ইস্যুয়ার কোম্পানি কোনো বোনাস শেয়ার ইস্যু করতে পারবে না। কোম্পানিটি ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে এমটিবি ক্যাপিটাল লিমিটেড। সভায় তালিকাভুক্ত সিকিউরিটিজে যে সকল  ব্যক্তিগত বিনিয়োগকারীর বাজার মূল্য এক কোটি টাকার বেশি সেসব ব্যক্তি বিনিয়োগকারী কোয়ালিফাইড ইনভেস্টর হিসেবে বিবেচিত হবে। এই কোম্পানি অ্যালুমিনিয়াম কপার তৈরি করে।

 

যাযাদি/এসআই