আরও ২শ শতাংশ নগদ লভ্যাংশ দেবে ম্যারিকো

প্রকাশ | ২৮ এপ্রিল ২০২১, ১২:৪৮

যাযাদি ডেস্ক

শেয়ারহোল্ডারদের আরও ২শ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ম্যারিকো বাংলাদেশ লিমিটেড। গত ৩১ মার্চ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে ম্যারিকো। এর ফলে ৯শ শতাংশ লভ্যাংশ দিল কোম্পানিটি।

 

বুধবার (২৮ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানিটি এর আগে বছরের জন্য দুই দফায় ২০০ শতাংশ করে মোট ৪০০ শতাংশ এবং এক দফা ৩০০ শতাংশসহ মোট ৭০০ শতাংশ অন্তর্বর্তী লভ্যাংশ দিয়েছিল।

 

শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে অনুমোদনের জন্য ম্যারিকো বাংলাদেশের বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিন ২৬ জুলাই নির্ধারণ করা হয়েছে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ হয়েছে ২৭ মে।

 

আলোচিত বছরে কোম্পানিটির ‌শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৯৮ টাকা ৬৯ পয়সা। কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৫১ টাকা ৯৫ পয়সা। বর্তমানে কোম্পানির ৩ কোটি ১৫ লাখ শেয়ারধারী রয়েছে। আগের বছর ৯৫০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল ম্যারিকো।

 

যাযাদি/এসআই