১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের

প্রকাশ | ০৫ মে ২০২১, ১১:১০

যাযাদি ডেস্ক

শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) লিমিটেড। প্রতিষ্ঠানটির ৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

 

বুধবার (৫ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েব সাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

 

২০০৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের বর্তমান শেয়ারহোল্ডার ৭৩ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৪১৮টি। এ শেয়ারেহাল্ডারদের জন্য ৩১ ডিসেম্বর ২০২০ সালের সমাপ্ত বছরে ১০ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ ঘোষণা করেছে পরিচালনা পরিষদ। অর্থাৎ প্রতি ১০টি শেয়ারের বিপরীতে শেয়ারহোল্ডররা এটি শেয়ার পাবেন।

 

এর আগের বছরও ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ ঘোষণা করেছিল প্রতিষ্ঠানটি। তবে তার আগের বছর ১১ শতাংশ বোনাস এবং তার আগের বছর অর্থাৎ ২০১৭ সালে সাড়ে ১২ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দিয়েছিল।

 

যাযাদি/এসআই