সূচক বাড়লেও লেনদেন কমেছে পুঁজিবাজারে

প্রকাশ | ০৯ মে ২০২১, ১৭:২৯

যাযাদি ডেস্ক

শুরুতে সূচকের পতন আর শেষে উত্থানের মধ্য দিয়ে সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (৯ মে) দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে।

 

এ দিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ৩৯ পয়েন্ট। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক বেড়েছে ১২২ পয়েন্ট। সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ শেয়ারের দামও। তবে কমেছে লেনদেনের পরিমাণ।

 

বাজার সংশ্লিষ্টরা বলছেন, ঈদে নগদ টাকা উত্তোলনের লক্ষ্যে রোববার শেয়ার বিক্রির হিড়িক পড়ে। তবে শেষ বিকেলে সেই চাপ কমে। আর তাতে সূচক ‍বৃদ্ধিতে দিনের লেনদেন শেষ হয়েছে।

 

তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে অলস পড়ে থাকা বিনিয়োগকারীদের ২১ হাজার কোটি টাকার ফান্ড শিগগিরই পুঁজিবাজারে আসছে। পাশাপাশি এখন থেকে বন্ডে বিদেশিরাও বিনিয়োগ করতে পারবেন, এ দুটি সুখবরে গত বুধ, বৃহস্পতি এবং রোববার সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন হয়েছে।

 

ডিএসইর তথ্যমতে, রোববার বাজারের প্রধান সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের তুলনায় ৩৯ দশমিক ৬৭ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৬৪৫ পয়েন্টে দাঁড়িয়েছে। শরিয়াহভিত্তিক কোম্পানি নিয়ে গঠিত ডিএসইএস সূচক ৯ দশমিক ৩০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ২৬১পয়েন্টে এবং বাছাই করা কোম্পানি নিয়ে গঠিত ডিএস-৩০ সূচক ২৮ দশমিক ৭১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ১৬৫ পয়েন্টে।

 

লেনদেন হওয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৭৬টির, কমেছে ১২৬টির, অপরিবর্তিত রয়েছে ৬৩টির। মোট লেনদেন হয়েছে এক হাজার ৩৫২ কোটি তিন লাখ ৯৩ হাজার টাকা। আগের দিন লেনদেন হয়েছিল এক হাজার ৪৮৬ কোটি ২৬ লাখ ৮৯ হাজার টাকা। অর্থাৎ আগের দিনের চেয়ে লেনদেন কমেছে।

 

আজ ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল- বেক্সিমকো, ন্যাশনাল ফিড মিলস, রবি আজিয়াটা, স্কয়ার ফার্মা, ব্রিটিশ আমেরিকান ট্যোবাকো, এনসিসি ব্যাংক, পাইওনিয়ার ইনস্যুরেন্স, লঙ্কা বাংলা ফাইন্যান্স, বেক্সিমকো ফার্মা এবং ম্যাকসন স্পিনিং লিমিটেড।

 

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক সিএএসপিআই ১২২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৩৩১ পয়েন্টে। লেনদেন হওয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪১টির, কমেছে ৯৬টির, আর অপরিবর্তিত রয়েছে ৩৭টির।

 

লেনদেন হয়েছে মোট ৬৬ কোটি ৩৬ লাখ ৯২ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিল ৫৬ কোটি ৯৪ লাখ ৫৬ হাজার টাকা।

 

যাযাদি/এসআই