শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

করোনায় মুনাফা বেড়েছে ওয়ালটনের

যাযাদি ডেস্ক
  ২৪ মে ২০২১, ১১:৩৫

করোনার দ্বিতীয় ঢেউয়ে ভালো মুনাফা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ২০২১ সালের জানুয়ারি-মার্চে মুনাফা হয়েছে ৩৮৭ কোটি ৪৪ লাখ ৫৩ হাজার ৫০৬ টাকা। এ সময় প্রতিষ্ঠানের শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১২ টাকা ৭৯ পয়সা। এর আগের অর্থবছরের একই সময়ে ইপিএস হয়েছিল ৫ টাকা ১৭ পয়সা। অর্থাৎ গত বছরের একই সময়ের তুলনায় মুনাফা বেড়েছে ১৪৭ শতাংশ।

সোমবার (২৪মে) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। ডিএসইর তথ্যমতে, চলতি অর্থবছরের (জুলাই ২০২০-মার্চ ২০২১) প্রথম ৯ মাসে কোম্পানির ইপিএস হয়েছে ৩৪ টাকা ১৪ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস হয়েছিল ২৫ টাকা ৫৩ পয়সা। এ হিসেবে কোম্পানিটির ইপিএস ৮ টাকা ৬১ পয়সা বা ৩৪ শতাংশ বেড়েছে। কোম্পানির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৯১ টাকা ৫৯ পয়সা।

সোমবার (২৪ মে) এই কোম্পানির শেয়ার ১ হাজার ২৬৪ টাকায় লেনদেন শুরু হয়। ৩০২ কোটি টাকার পেইড আপ ক্যাপিটালের কোম্পানির বাজার মূলধন দাঁড়িয়েছে ৩৭ হাজার ৮৩২ কোটি ৭২ লাখ ৮ হাজার টাকা। ২০২০ সালে তালিকাভুক্ত বড় মূলধনী দেশি এই কোম্পানিটি পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত।

যাযাদি/এসএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে