শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দরপতন শেষে পুঁজিবাজারে উত্থান

যাযাদি ডেস্ক
  ২৪ মে ২০২১, ১৮:৪৫

পরপর দুই কার্যদিবস দরপতন শেষে সূচকের ঊর্ধ্বমুখী ধারায় লেনদেন শেষ হয়েছে। ব্যাংক, বিমাসহ বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বাড়ায় সোমবার (২৪ মে) দেশের প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ৫৫ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ১৭৮ পয়েন্ট। সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেনের পরিমাণও।

গত সপ্তাহের বৃহস্পতিবার ও চলতি সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার টানা দুই কার্যদিবস দরপতনের পর সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৪ মে) সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু হয়। বিমা খাতের অধিকাংশ শেয়ারের দাম বাড়ার পাশাপাশি কয়েকদিন দাম কমা ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান খাতের শেয়ারের দামও বেড়েছে। ফলে সূচকে বড় উত্থানের মধ্য দিয়ে সোমবার লেনদেন শেষ হয়েছে।

ডিএসইর তথ্য মতে, সোমবার ডিএসইতে মোট ৩৬২টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২৪১টির, কমেছে ৬৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৫টি শেয়ারের। তাতে আগের দিনের তুলনায় সোমবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫৫ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৮৪২ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৬৯ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১১ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৭২ পয়েন্টে অবস্থান করছে।

এদিন ডিএসইতে মোট এক হাজার ৮২০ কোটি ৭ লাখ টাকার লেনদেন হয়েছে। এর আগের দিন লেনেদেন হয়েছিল এক হাজার ৪৮৫ কোটি ৯৯ লাখ টাকার। অর্থাৎ আগের দিনের চেয়ে ৩শ কোটি টাকা বেশি লেনদেন হয়েছে।

লেনদেনের শীর্ষে ছিল বেক্সিমকো লিমিটেড। এরপর বেশি লেনদেন হয়েছে পাইওনিয়ার ইন্স্যুরেন্সের শেয়ার। তারপর রয়েছে এনআরবিসি ব্যাংক, সাইফ পাওয়ার, প্রাইম ব্যাংক, ন্যাশনাল ফিড মিলস লিমিটেড, বাংলা ফাইন্যান্স, ব্রিটিশ আমেরিকান টোবাকো, রিপাবলিক ইন্স্যুরেন্স এবং জেনেক্স ইনফোসিস লিমিটেড।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৭৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৭৫৭ পয়েন্টে।সিএসইতে লেনদেন হওয়া ২৯৪টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ১৯৮টির, কমেছে ৬৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টির শেয়ার দাম। সিএসইতে লেনদেন হয়েছে ৯৮ কোটি ৫৮ লাখ টাকা।

যাযাদি/এসআই

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে