শেয়ারবাজার থেকে ৬ বছরে ৪৮৩১ কোটি টাকা উত্তোলন

প্রকাশ | ১৪ জুন ২০২১, ১৭:০১

যাযাদি ডেস্ক

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, গত ৬ বছরে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে শেয়ারবাজার থেকে ৬৮টি কোম্পানি ৪ হাজার ৮৩১ কোটি টাকার মূলধন উত্তোলন করেছে।

 

সোমবার (১৪ জুন) জাতীয় সংসদে চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ তথ্য জানান। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিল উত্থাপিত হয়।

 

এ সময় অর্থমন্ত্রী বলেন, ‘২০১৪-১৫ অর্থবছর হতে ২০২০-২১ অর্থবছর (৩ জুন ২০২১) পর্যন্ত শেয়ারবাজারে ৬৮টি কোম্পানিকে আইপিও’র মাধ্যমে ৪ হাজার ৮৩১ কোটি টাকা এবং একটি কোম্পানিকে কোয়ালিফাইড ইনভেস্টর অফারের মাধ্যমে সাড়ে ৭ কোটি টাকার মূলধন শেয়ারবাজার হতে উত্তোলনের জন্য চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।’

 

এছাড়াও বর্তমানে ৫টি কোম্পানির আইপিও ও ৪টি কোম্পানির কোয়ালিফাইড ইনভেস্টর অফারের আবেদন অনুমোদনের অপেক্ষায় রয়েছে বলেও জানান অর্থমন্ত্রী।

 

যাযাদি/এসআই