শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বস্ত্র ও প্রকৌশল খাতের শেয়ার কিনছেন বিনিয়োগকারীরা

যাযাদি ডেস্ক
  ০২ আগস্ট ২০২১, ২০:০২

ব্যাংক-বিমা কোম্পানির শেয়ার বিক্রি করে বস্ত্র ও প্রকৌশল খাতের শেয়ার কিনছেন বিনিয়োগকারীরা। এতে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২ আগস্ট) দেশের পুঁজিবাজারে বড় ধরনের উত্থান হয়েছে। এদিন সূচকের পাশাপাশি বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম ও লেনদেন।

সোমবার লেনদেনের প্রথম সাড়ে ৩ ঘণ্টায় (সকাল ১০টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক বেড়েছে ৫৫ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ২১০ পয়েন্ট।

ডিএসইর তথ্যমতে, লেনদেনের প্রথম এক ঘণ্টায় ডিএসইতে মোট ৩৭৫টি প্রতিষ্ঠানের শেয়ারের লেনদেন হয়েছে। এরমধ্যে দাম বেড়েছে ২২৯টির, কমেছে ১১৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির। এ সময় লেনদেন হয়েছে এক হাজার ৮৬৩ কোটি ৬০ লাখ ৪৬ হাজার টাকা।

বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম বাড়ায় তিন সূচকের মধ্যে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫৫ দশমিক ৩৭ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৪৮০ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪১২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৭ পয়েন্ট বেড়ে ২ হাজার ৩৪৫ পয়েন্টে অবস্থান করছে।

এ সময় ডিএসইতে তালিকাভুক্ত ৫৮টি বস্ত্র কোম্পানির মধ্যে ৫৬টিরই দাম বেড়েছে। একইভাবে দাম বেড়েছে আর্থিক খাতের ২৩টি কোম্পানির মধ্যে ১৮টির শেয়ারের। এছাড়াও প্রকৌশল খাতের অধিকাংশ শেয়ারের দাম বেড়েছে।

দেশের আরেক বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২১০ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৮৪৫ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে লেনদেন হওয়া ৩১৩টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ২১৩টির, কমেছে ৭৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টি কোম্পানির শেয়ারের দাম। সিএসইতে লেনদেন হয়েছে ৬১ কোটি ৩২ লাখ ৮০হাজার ৮৫৪ টাকা।

যাযাদি/এসআই

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে