শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

​ পুঁজিবাজারে লেনদেন ছাড়াল আড়াই হাজার কোটি টাকা

যাযাদি ডেস্ক
  ০৫ আগস্ট ২০২১, ১৬:৪০

বস্ত্র ও বিমা কোম্পানির দাপটে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (৫ আগস্ট) দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে। দিনভর সূচকের উত্থান শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক বেড়েছে ৬০ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ১৭৪ পয়েন্ট।

সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেন ও বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম। আর তাতে একদিনেই বিনিয়োগকারীদের পুঁজি বেড়েছে ২ হাজার ৭৬৩ কোটি টাকা।

ডিএসইর তথ্যমতে, বৃহস্পতিবার মোট ৩৭৪টি প্রতিষ্ঠানের শেয়ারের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২৪২টির, কমেছে ১০৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির। লেনদেন হয়েছে ২ হাজার ৫১১ কোটি ৬৬ লাখ ৫৮ হাজার টাকা। যা প্রায় দুই মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন।

এর আগে গত ১০ জুন ডিএসইতে ২ হাজার ৬শ কোটি টাকার বেশি লেনদেন হয়েছিল। তারপর গত মঙ্গলবার (৩ আগস্ট) ডিএসইতে লেনদেন হয়েছিল ২ হাজার ৩১৪ কোটি ৪৯ লাখ টাকা। সেই দিনের চেয়ে আজ লেনেদেন বেড়েছে ২শ কোটি টাকার মতো।

বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম বাড়ায় তিন সূচকের মধ্যে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬০ দশমিক ২০ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৫৯৬ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪৩৯ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৯ পয়েন্ট বেড়ে ২ হাজার ৩৮৫ পয়েন্টে অবস্থান করছে। বেশির ভাগ কোম্পানির শেয়ার ও সূচক বাড়ায় একদিন ডিএসইর বিনিয়োগকারীদের পুঁজি ২ হাজার ৭৬৩ কোটি ৮৫ লাখ ৬৪ হাজার টাকা বেড়ে ৫ লাখ ৪৪ হাজার ৩২৬ কোটি ১০ লাখ ৯৫ হাজার টাকায় দাঁড়িয়েছে।

ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে শীর্ষে ছিল বেক্সিমকো লিমিটেড। এরপর ক্রমান্বয়ে ছিল অরিয়ন ফার্মা, জিপিএইচ ইস্পাত, মালেক স্পিনিং, সাইফ পাওয়ার, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, আইএফআইসি ব্যাংক, ফুয়াং সিরামিক, ব্রিটিশ আরেমিকান টোবাকো এবং ম্যাকসন স্পিনিং লিমিটেড।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৭৪ পয়েন্ট বেড়ে ১৯ হাজার ১৮৮ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে লেনদেন হওয়া ৩২৫টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ২০৬টির, কমেছে ৯৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টি কোম্পানির শেয়ারের দাম। সিএসইতে লেনদেন হয়েছে ৮১ কোটি ১৪ লাখ ৭২হাজার ৯৫৭ টাকা।

যাযাদি/এসআই

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে