শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

​ ঊর্ধ্বমুখী প্রবণতায় চলছে পুঁজিবাজারে লেনদেন

যাযাদি ডেস্ক
  ১৫ আগস্ট ২০২১, ১১:৫৭

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় চলছে লেনদেন। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

এদিন বেলা ১১টা ৩৫ মিনিটে ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৭৬ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৬৯৯ পয়েন্টে অবস্থান করে। এ ছাড়া ডিএসই শরিয়াহ্ সূচক ১৪ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ২৯ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১৪৫৯ ও ২৪২৭ পয়েন্টে রয়েছে। এ সময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২০৯টির, কমেছে ১৪৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টি কোম্পানির শেয়ারের। অপরদিকে একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ২৩৭ পয়েন্ট বেড়ে ১৯ হাজার ৫১৫ পয়েন্টে অবস্থান করে।

যাযাদি/এসএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে