শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বেড়েছে সূচক, কমেছে লেনদেন

যাযাদি ডেস্ক
  ২৭ সেপ্টেম্বর ২০২১, ১৬:৫৪

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৭ সেপ্টেম্বর) সূচকের কিছু উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন উভয় শেয়ারবাজারেই টাকার পরিমাণে লেনদেন কমেছে। ডিএসই ও সিএসইতে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিটের দাম কমেছে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার ডিএসই’র প্রধান ডিএসইএক্স সূচক ১৪.৫৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৭ হাজার ২৫১.৭১ পয়েন্টে। এর আগে ৯ সেপ্টেম্বর ডিএসইএক্স সূচক ৭ হাজার ২৫৮.৪৭ পয়েন্টে পৌঁছে নতুন রেকর্ড গড়েছিলো।

একইভাবে ডিএসই-৩০ সূচক ১০.৬২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৬৭৬.২৪ পয়েন্টে। পাশাপাশি ডিএসইএস সূচক ৪.১৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৫৭৮.৭৬ পয়েন্টে।

দিন শেষে ডিএসইতে ৩৭৬ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৪১টির, কমেছে ২০২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির। ডিএসইতে এদিন ১ হাজার ৯৭৪ কোটি ৭ লাখ টাকার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ২৮৩ কোটি টাকার বেশি কম।

এদিকে, সোমবার অপর শেয়ারবাজার সিএসইর প্রধান সিএসইএক্স সূচক ৩৬.৫৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২ হাজার ৭১২.৮১ পয়েন্টে। এর আগে ২২ সেপ্টেম্বর সিএসইএক্স সূচক ১২ হাজার ৭৯৮.৮৭ পয়েন্টে পৌঁছে নতুন রেকর্ড গড়েছিলো।

আর সার্বিক সিএএসপিআই সূচক ৫৭.৬৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২১ হাজার ১৮৪.৩৬ পয়েন্টে। এছাড়া, সিএসআই সূচক ৩.৫৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৪৯.৭৩ পয়েন্টে।

এদিন, সিএসইতে ৩২১টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৩০টির, কমেছে ১৬৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির। দিন শেষে সিএসইতে ৭৯ কোটি ৩০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ১৬ কোটি টাকার বেশি কম।

যাযাদি/এসআই

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে