বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

​​​​​​​চাঙা ভাব ধরে রাখল বিমা খাত, ঊর্ধ্বমুখী পুঁজিবাজার

যাযাদি ডেস্ক
  ০২ ফেব্রুয়ারি ২০২২, ১৭:১৯

মঙ্গলবারের মতো বুধবারও অধিকাংশ বিমা কোম্পানির শেয়ারের দাম বেড়েছে আর তাতে সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ( ফেব্রুয়ারি) সূচকের চাঙা ভাবের মধ্যদিয়ে দেশের পুঁজিবাজারে লেনদেন শেষ হয়েছে

আজ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ১৯ পয়েন্ট অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ৪৩ পয়েন্ট সূচকের পাশাপাশি বেড়েছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দামও এর ফলে তিনদিন দরপতনের পর মঙ্গল বুধবার টানা দুদিন সূচক বাড়ল

বাজার বিশ্লেষণে দেখা গেছে, বুধবার বিমা খাতের ৫৩টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৪৭টির কমেছে চারটির আর অপরিবর্তিত রয়েছে দুটির

ডিএসইর তথ্য অনুযায়ী, বুধবার ডিএসইতে ৩৩১টি প্রতিষ্ঠানের ২৮ কোটি ৯৪ লাখ ৮৬ হাজার ৭০৫টি শেয়ার ইউনিট কেনাবেচা হয়েছে এর মধ্যে ২০৪টি প্রতিষ্ঠানের শেয়ার ইউনিটের দাম বেড়েছে, কমেছে ১২৬টির; অপরিবর্তিত রয়েছে ৫১টির দাম

অধিকাংশ শেয়ারের দাম বাড়ায় ডিএসইর প্রধান সূচক ১৯ দশমিক ১৫ পয়েন্ট বেড়ে হাজার ১৬ পয়েন্টে দাঁড়িয়েছে ডিএসইএক্স সূচক আগের দিনের চেয়ে বেড়েছে দশমিক ৫০ পয়েন্ট এবং ডিএস-৩০ সূচক বেড়েছে দশমিক ২০ পয়েন্ট

ডিএসইতে বুধবার লেনদেন হয়েছে হাজার ২৬৬ কোটি ৮৭ লাখ ৯৭ হাজার টাকার শেয়ারএর আগের দিন লেনদেন হয়েছিল হাজার ৩৫২ কোটি ৫৭ লাখ ২৭ হাজার টাকার শেয়ার আগের দিনের কিছুটা বেড়েছে

বাজারে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকো লিমিটেডের শেয়ার এরপর ছিল বিএসসি, ফরচুন সুজ, ওরিয়ন ফার্মা, বিবিএস, আরএকে সিরামিক, ন্যাশনাল পলিমার, লাফার্জহোলসিম, ইউনিয়ন ব্যাংক এবং কুইন সাউথ টেক্সটাইল লিমিটেড

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক সিএএসপিআই ৪৩ পয়েন্ট বেড়ে ২০ হাজার ৫৬৬ পয়েন্টে দাঁড়িয়েছে সিএসইতে ৩০৫টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে এর মধ্যে ১৬৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১০২টির; অপরিবর্তিত রয়েছে ৩৬টির দাম বাজারে লেনদেন হয়েছে ৫৩ কোটি ৩০ লাখ ৪২ হাজার ৮২৫ টাকার শেয়ার

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে