শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শেয়ারবাজারে সূচক ও লেনদেন কমেছে

অর্থ-বাণিজ্য ডেস্ক
  ১৫ ফেব্রুয়ারি ২০২২, ১৮:১৯

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সূচকের পতনের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে এদিন ডিএসইতে আগের কার্যদিবসের তুলনায় টাকার পরিমাণে লেনদেন কমেছে একইসঙ্গে উভয় শেয়ারবাজারে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার ইউনিটের দাম কমেছে

ডিএসই সিএসই সূত্রে তথ্য জানা গেছে

দেশের প্রধান শেয়ারবাজার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৩.৯৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে হাজার ৩৬.৭৭ পয়েন্টে ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক .১৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে হাজার ৫২০.০১ পয়েন্টে ডিএসই-৩০ সূচক .৮৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে হাজার ৫৮৯.২৫ পয়েন্টে

মঙ্গলবার ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩৭৯ কোম্পানির মধ্যে শেয়ারের দাম বেড়েছে ১১২টির, কমেছে ২২১টির এবং অপরিবর্তিত আছে ৪৬টির ডিএসইতে এদিন হাজার ২২৮ কোটি ৯০ লাখ টাকার শেয়ার ইউনিট লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের চেয়ে ১৩ কোটি টাকা কম

অপর শেয়ারবাজার সিএসইর প্রধান সূচক সিএসইএক্স ৫৩.৭০ পয়েন্ট কমে অবস্থান করছে ১২ হাজার ৩৭৮.৭৮ পয়েন্টে অপর সূচকগুলোর মধ্যে সার্বিক সিএএসপিআই সূচক ৮৭.৯৪ পয়েন্ট কমে অবস্থান করছে ২০ হাজার ৬১৭.২২ পয়েন্টে এবং সিএসআই সূচক .৩৮ পয়েন্ট বেড়ে হাজার ২৮৯.৫১ পয়েন্টে অবস্থান করছে

মঙ্গলবার সিএসইতে ৩০০টি কোম্পানির শেয়ার ইউনিট লেনদেন হয়েছে এর মধ্যে শেয়ার দর বেড়েছে ৮৪টির, কমেছে ১৭৯টির এবং অপরিবর্তিত আছে ৩৭টির দিন শেষে সিএসইতে ৩০ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ৩৫ কোটি টাকা কম

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে