শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বেশিরভাগ কোম্পানির দাম কমায় সূচকে বড় পতন

অর্থ-বাণিজ্য ডেস্ক
  ১৭ ফেব্রুয়ারি ২০২২, ১৭:৫৩

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সূচকের পতনের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে এদিন ডিএসইতে আগের কার্যদিবসের তুলনায় টাকার পরিমাণে লেনদেন কমলেও সিএসইতে বেড়েছে একইসঙ্গে উভয় শেয়ারবাজারে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার ইউনিটের দাম কমেছে

ডিএসই সিএসই সূত্রে তথ্য জানা গেছে

দেশের প্রধান শেয়ারবাজার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫২.৩৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে হাজার ৯৯১.৩৫ পয়েন্টে ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১৩.০৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে হাজার ৫০৮.১৪ পয়েন্টে ডিএসই-৩০ সূচক ২৪.৭৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে হাজার ৫৭৩.৮৫ পয়েন্টে

বৃহস্পতিবার ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩৭৭ কোম্পানির মধ্যে শেয়ারের দাম বেড়েছে ৭৫টির, কমেছে ২৫৭টির এবং অপরিবর্তিত আছে ৪৫টির ডিএসইতে এদিন হাজার কোটি ৭৪ লাখ টাকার শেয়ার ইউনিট লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের চেয়ে ২১১ কোটি টাকা কম

অপর শেয়ারবাজার সিএসইর প্রধান সূচক সিএসইএক্স ৮৪.৭৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১২ হাজার ৩০২.১৫ পয়েন্টে অপর সূচকগুলোর মধ্যে সার্বিক সিএএসপিআই সূচক ১৪২.৬৯ পয়েন্ট কমে অবস্থান করছে ২০ হাজার ৪৯১.৩৮ পয়েন্টে এবং সিএসআই সূচক .৮৯ পয়েন্ট কমে হাজার ২৮২.১৭ পয়েন্টে অবস্থান করছে

বৃহস্পতিবার সিএসইতে ৩১৬টি কোম্পানির শেয়ার ইউনিট লেনদেন হয়েছে এর মধ্যে শেয়ার দর বেড়েছে ৬৯টির, কমেছে ২১৪টির এবং অপরিবর্তিত আছে ৩৩টির দিন শেষে সিএসইতে ৩৪ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে কোটি টাকা বেশি

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে