শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সাপ্তাহিক দাম কমার শীর্ষে ভ্যানগার্ড এএমএল ফান্ড

অর্থ-বাণিজ্য ডেস্ক
  ১২ মার্চ ২০২২, ১৬:৫১

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে ( থেকে ১০ মার্চ) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালান্সড ফান্ডের ইউনিটের দাম সবচেয়ে বেশি কমেছে

ডিএসই সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে তথ্য জানা গেছে

তথ্যমতে, বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালান্সড ফান্ডের ইউনিটের ক্লোজিং দর ছিল .৪০ টাকায় আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবসে ফান্ডটির ইউনিটের ক্লোজিং দর দাঁড়ায় .১০ টাকায় ফলে সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির ইউনিটির দর .৩০ টাকা বা ১৫.৪৮ শতাংশ কমেছে এর মাধ্যমে ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালান্সড ফান্ড ডিএসইর সাপ্তাহিক দাম কমার শীর্ষ তালিকার শীর্ষে উঠে আসে

ডিএসইতে সাপ্তাহিক দাম কমার শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে অ্যারামিট সিমেন্টের ১২.৫৬ শতাংশ, বাংলাদেশ ফাইন্যান্সের ১০.৪৭ শতাংশ, আইডএলসি ফাইন্যান্সের .৮০ শতাংশ, সুহৃদ ইন্ডাস্ট্রিজের .৫৮ শতাংশ, শ্যামপুর সুগার মিলসের .৭৪ শতাংশ, অ্যাপেক্স স্পিনিংয়ের .৭২ শতাংশ, লিনডে বাংলাদেশের .৭২ শতাংশ, রেকিট বেনকিজারের .৫৪ শতাংশ এবং ব্র্যাক ব্যাংকের .৪৫ শতাংশ শেয়ারের দাম কমেছে

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে