শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সূচকের সঙ্গে লেনদেন কমেছে শেয়ারবাজারে

অর্থ-বাণিজ্য ডেস্ক
  ১৪ মার্চ ২০২২, ১৮:০০

দেশের শেয়ারবাজারে সোমবার (১৪ মার্চ) সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে এদিন অধিকাংশ কোম্পানির শেয়ার ইউনিটের দর কমেছে আগের কার্যদিবসের চেয়ে কমেছে লেনদেনের পরিমাণও

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসইর) প্রধান সূচক ডিএসইএক্স পয়েন্ট কমে হাজার ৭৬৩ পয়েন্টে অবস্থান করছে অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস শরিয়া সূচক দশমিক পয়েন্ট কমে হাজার ৪৫২ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক পয়েন্ট কমে হাজার ৪৬০ পয়েন্টে দাঁড়িয়েছে

ডিএসইতে লেনদেনে হয়েছে ৩৭৮টি কোম্পানির শেয়ার ইউনিট এর মধ্যে দর বেড়েছে ১৬৭টির, কমেছে ১৭৮টির এবং অপরিবর্তিত আছে ৩৩টির ডিএসইতে লেনদেন হয়েছে ৯৮৬ কোটি ৫১ লাখ টাকা আগের দিন লেনদেন হয়েছিল ৯৯৮ কোটি ৭৩ লাখ টাকা

এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএসইএক্স আগের দিনের চেয়ে ১১ পয়েন্ট কমে ১১ হাজার ৮৬৮ পয়েন্টে অবস্থান করছে এছাড়া, সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৫ পয়েন্ট কমে ১৯ হাজার ৭৮৩ পয়েন্টে, সিএসই৫০ সূচক পয়েন্ট কমে হাজার ৪৫৭ পয়েন্টে এবং সিএসই৩০ সূচক ১১ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ২৬ পয়েন্টে দাঁড়িয়েছে

সিএসইতে মোট ২৯৯টি কোম্পানির শেয়ার ইউনিট লেনদেন হয়েছে এর মধ্যে দর বেড়েছে ১১৮টির, কমেছে ১৫৫টির এবং অপরিবর্তিত আছে ২৬টির সিএসইতে ৩০ কোটি লাখ টাকার টাকার শেয়ার ইউনিট লেনদেন হয়েছে

যাযাদি/এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে