শেয়ারবাজারে চার কার্যদিবস পর সূচকের উত্থান

প্রকাশ | ১০ এপ্রিল ২০২২, ১৭:২৭

যাযাদি ডেস্ক

 

 

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১০ এপ্রিল) সূচকের উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে এর আগে টানা চার কার্যদিবস উভয় পুঁজিবাজারে সূচক পতনমুখী ছিল

 

এদিন ডিএসইতে আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেন বাড়লেও সিএসইতে কমেছে তবে, গত এক বছরের হিসেবে ডিএসইতে লেনদেন অবনতি অবস্থায় আছে

 

এদিকে, উভয় শেয়ারবাজারে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার এবং মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দাম বেড়েছে

 

রোববার দেশের প্রধান শেয়ারবাজার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২১.২১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে হাজার ৬৬২.৪৫ পয়েন্টে ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়া সূচক .২০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে হাজার ৪৫৯.৮১ পয়েন্টে ডিএসই-৩০ সূচক .৯২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে হাজার ৪৫৮.৫১ পয়েন্টে

 

রোববার ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩৭৯টি কোম্পানির মধ্যে শেয়ারের দাম বেড়েছে ২১৭টির, কমেছে ১১০টির এবং অপরিবর্তিত আছে ৫২টির এদিন ডিএসইতে ৬৪৩ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার ইউনিট লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের চেয়ে ১২৮ কোটি টাকা বেশি

 

এর আগে গত বছরের ১২ এপ্রিল ডিএসইতে ৪৯৪ কোটি ৩১ লাখ টাকা লেনদেন হয়েছিল সে হিসেবে প্রায় এক বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থানে নেমেছে ডিএসইর লেনদেন

 

অপর শেয়ারবাজার সিএসইর প্রধান সূচক সিএসইএক্স ২৫.৬৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১ হাজার ৭২৫.৯৯ পয়েন্টে অন্য সূচকগুলোর মধ্যে সার্বিক সিএএসপিআই সূচক ৪২.৫৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯ হাজার ৫৪৪.২৮ পয়েন্টে এবং সিএসআই সূচক .২১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে হাজার ২৩৬.৫৭ পয়েন্টে

 

এদিন সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ২৬১টি কোম্পানির মধ্যে শেয়ারের দাম বেড়েছে ১১৫টির, কমেছে ১১০টির এবং অপরিবর্তিত আছে ৩৬টির দিন শেষে সিএসইতে ১৫ কোটি ৬২ লাখ টাকার শেয়ার ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে কোটি টাকা কম

 

যাযাদি/ এস