শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মূলধন কমল আরও সাড়ে ৩ হাজার কোটি টাকা

অর্থ-বাণিজ্য ডেস্ক
  ১৬ এপ্রিল ২০২২, ১৬:২০

বাংলা নববর্ষ উপলক্ষে বৃহস্পতিবার (১৪ এপ্রিল) পুঁজিবাজার বন্ধ থাকায় দুই দিন পতন আর দুই দিন সূচকের সামান্য উত্থানের মধ্য দিয়ে এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহ পার করেছে দেশের পুঁজিবাজার বিদায়ী সপ্তাহে শেয়ার কেনার চেয়ে বিক্রির অর্থ তুলে নেওয়ার প্রবণতায় লেনদেন হয়েছে ফলে লেনদেন, সূচক অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে এতে নতুন করে বিনিয়োগকারীদের পুঁজি অর্থাৎ বাজার মূলধন কমেছে প্রায় সাড়ে হাজার কোটি টাকা

উত্থান-পতনের সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৯৩টি প্রতিষ্ঠানের শেয়ার ইউনিটের লেনদেন হয়েছে এর মধ্যে দাম বেড়েছে মাত্র ৭৬টির, কমেছে ২৮০টির, আর অপরিবর্তিত ছিল ২৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম এর আগের সপ্তাহে লেনদেন হওয়া ৩৯৩টি কোম্পানির মধ্যে দাম বেড়েছিল ৫১টির, কমেছিল ৩২৪টির, আর অপরিবর্তিত ছিল ১০টির শেয়ারের

অধিকাংশ শেয়ারের দাম কমায় গত সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫৬ দশমিক ২৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে হাজার ৫৮৪ পয়েন্টে অপর দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক দশমিক ৮২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে হাজার ৪৪৭ পয়েন্টে আর ডিএসই-৩০ সূচক ১১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে হাজার ৪৪০ পয়েন্টে

সবকটি সূচক কমায় বিনিয়োগকারীদের বাজার মূলধন কমেছে হাজার ৫১৫ কোটি লাখ ৬৭ হাজার ৩০২ টাকা এর ফলে এপ্রিলের দুই সপ্তাহে বিনিয়োগকারীদের পুঁজি কমেছে ১০ হাজার কোটি টাকার বেশি এর আগের সপ্তাহে মূলধন কমেছিল হাজার ৮৭৫ কোটি ৭৫ লাখ ৫৫ হাজার ১৬৩ টাকা

ডিএসইর তথ্য মতে, গত সপ্তাহের প্রথম কার্যদিবস ১০ এপ্রিল লেনদেন শুরুর দিন ডিএসইতে বাজার মূলধন ছিল লাখ ৩২ হাজার ৫৩৯ কোটি টাকা সপ্তাহের শেষ কার্যদিবস ১৩ এপ্রিল লেনদেন শেষে বাজারে মূলধন দাঁড়ায় লাখ ২৯ হাজার ২৪ কোটি টাকা অর্থাৎ মূলধন কমেছে সাড়ে হাজার কোটি টাকা

মূলধনের পাশাপাশি বিদায়ী সপ্তাহে ডিএসইতে লেনদেনও কমেছে ব্যাপক হারে গত সপ্তাহে বাজারটিতে বিনিয়োগকারীদের মোট লেনদেন হয়েছে হাজার ২৬৩ কোটি ৬৭ লাখ ৭০ হাজার ৯০৬ টাকা টাকা আগের সপ্তাহে লেনদেন হয়েছিল হাজার ৩৯ কোটি ২৭ লাখ ৪৯ হাজার ৫৭১ টাকা টাকা অর্থাৎ সপ্তাহের ব্যবধানে লেনদেন কমেছে ৭৭৫ কোটি ৫৯ লাখ ৭৮ হাজার ৬৬৫ টাকা যা শতাংশের হিসাবে ২৫ দশমিক ৫২ শতাংশ কমেছে

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৩৩৩টি প্রতিষ্ঠানের শেয়ার ইউনিটের লেনদেন হয়েছে এর মধ্যে দাম বেড়েছে ৭৪টির, কমেছে ২৩৪টির, আর অপরিবর্তিত ছিল ২৫টি কোম্পানির শেয়ারের দাম বাজারের সার্বিক সূচক সিএএসপিআই ১৩৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৯ হাজার ৩৬৬ পয়েন্টে

সিএসইতে বিদায়ী সপ্তাহে লেনদেন হয়েছে ৭৩ কোটি লাখ ৪০ হাজার ৭২২ টাকার এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৮৬ কোটি ৬৪ লাখ ৩৮ হাজার ৬২৯ টাকার

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে