বাজারমূলধন ১২ হাজার কোটি টাকার বেশি বেড়েছে শেয়ারবাজারে

প্রকাশ | ২৩ এপ্রিল ২০২২, ১৬:৫৩

অর্থ-বাণিজ্য ডেস্ক

শেয়ারবাজারে গেলো সপ্তাহ সূচকের উত্থান-পতনের মধ্য দিয়ে কেটেছে আলোচ্য সময়ে বাজার মূলধনের পরিমাণ বেড়েছে ১২ হাজার ৩২৯ কোটি টাকা এসময় লেনদেনের পাশাপাশি অধিকাংশ কোম্পানির শেয়ার দরও বেড়েছে 

 

শনিবার (২৩ এপ্রিল) সাপ্তাহিক পর্যালোচনায় তথ্য জানা গেছে

 

তথ্যমতে, ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গেলো সপ্তাহের শুরুতে বাজার মূলধন ছিল লাখ ২৯ হাজার ২৪ কোটি ৬৫ লাখ ৮১ হাজার টাকা সপ্তাহের শেষে তা দাঁড়িয়েছে লাখ ৩৫ হাজার ৬১৮ কোটি ১৪ লাখ ২০ হাজার টাকা এক সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বাজার মূলধন বেড়েছে হাজার ৫৯৩ কোটি ৪৮ লাখ ৩৮ হাজার টাকা

 

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গেলো সপ্তাহের শুরুতে বাজার মূলধন ছিল লাখ ৬০ হাজার ৮৮১ কোটি ৪৮ লাখ টাকা সপ্তাহের শেষে তা দাঁড়িয়েছে লাখ ৬৬ হাজার ৬১৭ কোটি ৬৫ লাখ টাকা এক সপ্তাহের ব্যবধানে সিএসইতে বাজার মূলধন বেড়েছে হাজার ৭৩৬ কোটি ১৭ লাখ টাকা দুই স্টক এক্সচেঞ্জে বাজারমূলধন বেড়েছে ১২ হাজার ৩২৯ কোটি ৬৫ লাখ টাকা

 

গেলো সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে হাজার ২৬৩ কোটি ৬৭ লাখ ৭০ হাজার টাকা আগের সপ্তাহে লেনদেন হয়েছিল হাজার ৭৪৪ কোটি ২৬ লাখ ৪০ হাজার টাকা সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ৪৮০ কোটি ৫৮ লাখ ৬৯ হাজার টাকা বা ২১.২৩ শতাংশ

 

সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৭৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে হাজার ৬৬২ পয়েন্টে অপর সূচকগুলোর মধ্যে ডিএসই-৩০ সূচক ৩৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে হাজার ৪৭৮ পয়েন্টে এবং শরিয়াহ সূচক ১৬ পয়েন্ট বেড়ে হাজার ৪৬৪ পয়েন্টে অবস্থান করছে

 

ডিএসইতে গেলো সপ্তাহে মোট ৩৮৬টি প্রতিষ্ঠান শেয়ার ইউনিট লেনদেন হয়েছে এরমধ্যে বেড়েছে ২০৪টির, কমেছে ১৪০টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টি শেয়ার ইউনিটের

 

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গেলো সপ্তাহে লেনদেন হয়েছে ১৬৪ কোটি ৯২ লাখ টাকা আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৭৩ কোটি লাখ টাকা সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন বেড়েছে ৯১ কোটি ৯১ লাখ টাকা

 

সিএসইতে গেলো সপ্তাহে সার্বিক সূচক সিএএসপিআই ২২৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৫৯৩ পয়েন্টে সিএসইর অপর সূচকগুলোর মধ্যে সিএসসিএক্স ১৩৭ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৭৫৬ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ২৩ পয়েন্ট বেড়ে হাজার ৪৬৪ পয়েন্টে এবং সিএসআই ১৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে হাজার ২৪১ পয়েন্টে, সিএসই-৩০ সূচক ১৯৪ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ২৪৯ পয়েন্টে অবস্থান করছে

 

সিএসইতে গেলো সপ্তাহে ৩৪৩টি প্রতিষ্ঠানের শেয়ার ইউনিট লেনদেন হয়েছে এরমধ্যে বেড়েছে ১৮৪টির, কমেছে ১৩৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টির শেয়ার দর

 

যাযাদি/এস