বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ডিএসইতে ৯১ ও সিএসইতে ৮৬ শতাংশ কোম্পানির দরপতন

অর্থ-বাণিজ্য ডেস্ক
  ২২ মে ২০২২, ১৭:২৬

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২২ মে) লেনদেন শেষ হয়েছে এদিন উভয় শেয়ারবাজারে সকাল থেকে সূচকের পতনের মধ্যে দিয়ে লেনদেন চলে আর দিন শেষে সূচকের বড় পতনে লেনদেন শেষ হয়েছে

এদিন ডিএসইতে আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেন বাড়লেও সিএসইতে কমেছে ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৯১ শতাংশ সিএসইতে ৮৬ শতাংশ কোম্পানির শেয়ার এবং মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দাম কমেছে

ডিএসই সিএসই সূত্রে তথ্য জানা গেছে

তথ্য মতে, দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১১৫.৫৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে হাজার ১৪২.৬৮ পয়েন্টে ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ২১.৩১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে হাজার ৩৬১.৭৩ পয়েন্টে ডিএসই-৩০ সূচক ৩৯.৫১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে হাজার ২৭৭.১৬ পয়েন্টে

ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩৭৯টি কোম্পানির মধ্যে শেয়ারের দাম বেড়েছে ২১টির, কমেছে ৩৪৫টির এবং অপরিবর্তিত আছে ১৩টির এদিন ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৬৮২ কোটি ২১ লাখ টাকার শেয়ার ইউনিট, যা আগের কার্যদিবসের চেয়ে ১৪ কোটি টাকা কম

অপর পুঁজিবাজার সিএসইর প্রধান সূচক সিএসইএক্স ২২৯.২৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১০ হাজার ৮৩৫.৪০ পয়েন্টে অন্য সূচকগুলোর মধ্যে সার্বিক সিএএসপিআই সূচক ৩৮২.২১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৭.৫০ পয়েন্টে এবং সিএসআই সূচক ২৫.১৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে হাজার ১৪৭.৭১ পয়েন্টে

এদিন সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ২৭৬টি কোম্পানির মধ্যে শেয়ারের দাম বেড়েছে ১৬টির, কমেছে ২৩৮টির এবং অপরিবর্তিত আছে ২২টির দিন শেষে সিএসইতে ১৭ কোটি লাখ টাকার শেয়ার ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ১০ কোটি টাকা কম

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে