সূচকের সঙ্গে বেড়েছে লেনদেন

প্রকাশ | ০২ জুন ২০২২, ১৮:৩৭

অর্থ-বাণিজ্য ডেস্ক

 

 

দেশের শেয়ারবাজারে সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ( জুন) সূচকের ইতিবাচক ধারায় লেনদেন শেষ হয়েছে এদিন লেনদেনের পাশাপাশি অধিকাংশ কোম্পানির শেয়ার ইউনিটের দর বেড়েছে

 

বাজার পর্যালোচনায় দেখা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৮ পয়েন্ট বেড়ে হাজার ৪৫১ পয়েন্টে অবস্থান করছে এছাড়া, ডিএসই শরীয়াহ সূচক পয়েন্ট বেড়ে হাজার ৪১৫ পয়েন্টে অবস্থান করছে তবে ডিএস৩০ সূচক শূন্য দশমিক ১৭ পয়েন্ট কমে হাজার ৩৫৫ পয়েন্টে দাঁড়িয়েছে

 

ডিএসইতে মোট ৩৮০টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে এর মধ্যে দর বেড়েছে ১৭৯ টি কোম্পানির এছাড়া, দরপতন হয়েছে ১৪৬টি কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ৫৫টি প্রতিষ্ঠানের শেয়ার ইউনিটের

 

ডিএসইতে মোট ৮৭৫ কোটি ১০ লাখ টাকা লেনদেন হয়েছে আগের দিন লেনদেন হয়েছিল ৭৪৩ কোটি ১২ লাখ টাকা

 

এদিকে, অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএসসিএক্স ৪২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১ হাজার ৩২৯ পয়েন্টে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৭০ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৮৯১ পয়েন্টে, সিএসই৩০ সূচক ৭৪ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৬৯৮ পয়েন্টে অবস্থান করছে

 

সিএসইতে ৩০১ টি কোম্পানির শেয়ার ইউনিট লেনদেন হয়েছে এর মধ্যে দর বেড়েছে ১৫৩ টির, কমেছে ১০৫ টির এবং অপরিবর্তিত আছে ৪৩ টির দিন শেষে সিএসইতে ২২ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার ইউনিট লেনদেন হয়েছে

 

যাযাদি/ এস