৩ কোম্পানির শেয়ার বিক্রেতা শূন্য

প্রকাশ | ১৪ জুন ২০২২, ১৮:০৬ | আপডেট: ১৪ জুন ২০২২, ১৮:০৭

অর্থ-বাণিজ্য ডেস্ক

 

 

পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির শেয়ারে ক্রেতা থাকলেও বিক্রেতা পাওয়া যাচ্ছে না।

 

মঙ্গলবার (১৪ মে) লেনদেন চলাকালীন সময়ে কোম্পানিগুলোর শেয়ার ক্রয়ের জন্য বিক্রেতা খুঁজে পাওয়া যাচ্ছিল না।

 

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

 

কোম্পানিগুলো হলো- মেঘনা ইন্স্যুরেন্স, মিরাকল ইন্ডাস্ট্রিজ এবং খান ব্রাদার্স।

 

মেঘনা ইন্স্যুরেন্স: সোমবার কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর ছিলো ১৪.৬০ টাকায়। মঙ্গলবার কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ১৬ টাকায়। এ হিসেবে কোম্পানিটির শেয়ার দর ১.৪০ টাকা বা ৯.৫৮ শতাংশ বেড়েছে।

 

মিরাকল ইন্ডাস্ট্রিজ: সোমবার কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর ছিলো ২৭.৮০ টাকায়। মঙ্গলবার কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ২৮.১০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩০.৫০ টাকায়। এ হিসেবে কোম্পানিটির শেয়ার দর ২.৭০ টাকা বা ৯.৭১ শতাংশ বেড়েছে।

 

খান ব্রাদার্স: সোমবার কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর ছিলো ১১.৬০ টাকায়। মঙ্গলবার কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ১১.৮০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১২.৭০ টাকায়। এ হিসেবে কোম্পানিটির শেয়ার দর ১.১০ টাকা বা ৯.৪৮ শতাংশ বেড়েছে।

 

যাযাদি/ এস