বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে চমক দেখাল ব্যাংক খাত

অর্থ-বাণিজ্য ডেস্ক
  ২৯ জুন ২০২২, ১৭:০৫

বিমা আর্থিক প্রতিষ্ঠানের শেয়ারে দাম কমার দিনে পুঁজিবাজারে চমক দেখিয়েছে ব্যাংক খাত কম দামি ব্যাংকের শেয়ার কিনতে এদিন প্রবল আগ্রহ ছিল বিনিয়োগকারীদের ফলে সোম মঙ্গলবারের মতোই সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২৯ জুন) উভয় পুঁজিবাজারে ব্যাংকের শেয়ারের দাম বেড়েছে

ব্যাংকের শেয়ারের পাশাপাশি প্রকৌশল বিদ্যুৎ জ্বালানি খাতের শেয়ারের দামও বেড়েছে এতে বুধবার দেশের দুই পুঁজিবাজার ঢাকা চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সূচক বেড়েছে ফলে রোববার দরপতনের পর সোম, মঙ্গল এবং বুধবার টানা তিনদিন সূচক বাড়ল ২০২২-২৩ অর্থবছরের বাজেট ঘোষণার দিন থেকে গত বৃহস্পতিবার (২৩ জুন) পর্যন্ত বেশির ভাগ দিন পুঁজিবাজারে দরপতন হয়েছিল

বাজার বিশ্লেষণে দেখা গেছে, বুধবার পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের ৩৩টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ২৩টির, কমেছে চার টির আর অপরিবর্তিত ছিল ছয়টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম ওষুধ রসায়ন খাতের ৩২টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৯টির, কমেছে ৮টির আর অপরিবর্তিত ছিল ৩টি কোম্পানির শেয়ারের দাম

দুটি খাতের সঙ্গে দাম বেড়েছে বড় মূলধনী দামি কোম্পানির শেয়ারের দামও বেড়েছে এতে বুধবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক বেড়েছে পয়েন্ট অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ২৬ পয়েন্ট

ডিএসইর তথ্য মতে, দিনভর সূচকের ওঠানামা শেষে বুধবার ডিএসইতে ৩৮১টি প্রতিষ্ঠানের ২২ কোটি ১৩ লাখ ১৮ হাজার ৮১৫টি শেয়ার ইউনিট কেনা-বেচা হয়েছে এর মধ্যে ১৫৭টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১৭২টির, আর অপরিবর্তিত রয়েছে ৫২টির দাম

অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বাড়ায় এদিন ডিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে দশমিক ৮৭ পয়েন্ট বেড়ে হাজার ৩৫০ পয়েন্টে দাঁড়িয়েছে অপর দুই সূচকের মধ্যে ডিএসইএক্স আগের দিনের চেয়ে কমেছে দশমিক ২৪ পয়েন্ট এবং ডিএস-৩০ সূচক বেড়েছে দশমিক ৫৯ পয়েন্ট

এদিন ডিএসইতে ৮০৫ কোটি ৬৯ লাখ ৮৭ হাজার টাকার শেয়ার ইউনিটের লেনদেন হয়েছে এর আগের দিন লেনদেন হয় ৮১৮ কোটি ৮২ লাখ ৬৪ হাজার টাকার শেয়ার

আজ সবচেয়ে বেশি লেনদেন হয়েছে আনোয়ার গ্যালভানাইজিংয়ের শেয়ার এরপর যথাক্রমে রয়েছে, শাইনপুকুর সিরামিক, বেক্সিমকো, বিডি ফাইন্যান্স, ফুয়াং ফুড, ওরিয়ন ফার্মা, আরকে সিরামিক, ইন্ট্রাকো, বাংলাদেশ শিপিং করপোরেশন এবং একমি পেস্টিসাইডস লিমিটেডের শেয়ার

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২৬ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৬৯০ পয়েন্টে দাঁড়িয়েছে বাজারটিতে ২৯৯টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে এর মধ্যে ১১৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১৩৫টির আর অপরিবর্তিত রয়েছে ৪৮টির এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২০ কোটি ৩৮ লাখ ৬৯ হাজার টাকা এর আগের লেনদেন হয়েছিল ৬০ কোটি ৩৭ লাখ হাজার ৪৯০ টাকা

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে