৩ কোম্পানির শেয়ার বিক্রেতা শূন্য

প্রকাশ | ০৫ জুলাই ২০২২, ১৮:১২

অর্থ-বাণিজ্য ডেস্ক

পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির শেয়ারে ক্রেতা থাকলেও বিক্রেতার সংকট দেখা দিয়েছে। 

মঙ্গলবার (৫ জুলাই) সকালে লেনদেন চলাকালীন সময়ে কোম্পানিগুলোর শেয়ার সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমা স্পর্শ করে হল্টেড হয়ে পড়ে। ফলে কোম্পানিগুলোর শেয়ার বিক্রেতা শূন্য হয়ে পড়ে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো- ইস্টার্ন কেবলস, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স এবং আমান কটন।

ইস্টার্ন কেবলস: সোমবার কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর ছিল ১৬১.৫০ টাকায়। মঙ্গলবার কোম্পানিটির শেয়ার লেনদেন হয় ১৭৭.৬০ টাকায়। এ হিসাবে কোম্পানিটির শেয়ার দর ১৬.১০ টাকা বা ৯.৯৬ শতাংশ বেড়েছে।

ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স : সোমবার কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর ছিল ১২৪.৬০ টাকায়। মঙ্গলবার কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ১২৬ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৩৬.৯০ টাকায়। এ হিসাবে কোম্পানিটির শেয়ার দর ১২.৪০ টাকা বা ৯.৯৬ শতাংশ বেড়েছে।

আমান কটন: সোমবার কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর ছিল ২৭.৮০ টাকায়। মঙ্গলবার কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ২৮.৫০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩০.৫০ টাকায়। এ হিসাবে কোম্পানিটির শেয়ার দর ২.৭০ টাকা বা ৯.৭১ শতাংশ বেড়েছে।

যাযাদি/ এস