শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঘুরে দাঁড়াল পুঁজিবাজার

অর্থ-বাণিজ্য ডেস্ক
  ০৬ সেপ্টেম্বর ২০২২, ১৮:০২

শেয়ার বিক্রির চাপে টানা দু’দিন দরপতনের পর সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দেশের পুঁজিবাজারে সূচকের উত্থান হয়েছে। সূচক বাড়লেও কমেছে লেনদেন ও অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম।

দিনভর সূচক ওঠানামা শেষে এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান মূল্যসূচক বেড়েছে ৩৯ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক বেড়েছে ৮৪ পয়েন্ট।

এর ফলে চলতি সপ্তাহের প্রথম দুই কর্মদিবস রোববার ও সোমবার দরপতনের পর আজ সূচকের উত্থান হলো। তবে তার আগে টানা ছয় কর্মদিবস উত্থান হয়েছিল।

ডিএসইর তথ্য মতে, মঙ্গলবার ডিএসইতে ২৫ কোটি ৬৫ লাখ ৬৮ হাজার ৯৭৭টি শেয়ার কেনাবেচা হয়েছে, যার মূল্য ১ হাজার ৩১৫ কোটি ৪ লাখ ৯২ হাজার টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১ হাজার ৪০০ কোটি ৬৬ লাখ ৪৫ হাজার টাকা। অর্থাৎ আগের দিনের চেয়ে লেনদেন কমেছে ৭৫ কোটি টাকার বেশি।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৩৬৭টি কোম্পানির শেয়ার। এর মধ্যে ১২৭টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১৪৬টির, আর অপরিবর্তিত রয়েছে ৯৪টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দাম।

অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমলেও এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৯ দশমিক ৬৫ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৪৭০ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইএস সূচক ১৪ দশমিক ২৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪১৮ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ২০ দশমিক ৬৬ পয়েন্ট বেড়ে ২ হাজার ৩০৬ পয়েন্টে দাঁড়িয়েছে।

এদিন লেনদেনের শীর্ষে ছিল ওরিয়ন ফার্মাসিউটিক্যালসের শেয়ার। এরপর রয়েছে- বেক্সিমকো লিমিটেড, জেএমআই হসপিটাল, বাংলাদেশ শিপিং করপোরেশন, ইস্টার্ন হাউজিং, নাহি অ্যালুমিনিয়াম, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস লিমিটেড, লাফার্জহোলসিম, বসুন্ধরা পেপার মিলস এবং ওরিয়ন ইউনফিউশন লিমিটেডের শেয়ার।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৮৪ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৯৮৮ পয়েন্টে দাঁড়িয়েছে। এ বাজারে ২৬১টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ৯৫টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১২১টির ও অপরিবর্তিত রয়েছে ৪৫টি কোম্পানির শেয়ারের দাম।

সিএসইতে লেনদেন হয়েছে ৩০ কোটি ৪৭ লাখ ৭২ হাজার ৩৬৮ টাকার শেয়ার। এর আগের দিন লেনদেন হয়েছিল ২২ কোটি ৬৫ লাখ ৫১ হাজার ৭৫৯ টাকার শেয়ার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে