শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এক দিন পর পুঁজিবাজারে বড় দরপতন

যাযাদি ডেস্ক
  ১৪ সেপ্টেম্বর ২০২২, ১৭:৫৬

বড় দরপতনের মধ্য দিয়ে সপ্তাহের চতুর্থ কর্মদিবস বুধবার (১৩ সেপ্টেম্বর) দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে। শেষ দুই ঘণ্টায় শেয়ার বিক্রির চাপে এদিন প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচক কমেছে ৫০ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক কমেছে ১৬৪ পয়েন্ট।

সূচকের পাশাপাশি কমেছে লেনদেন ও অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম। এর ফলে মঙ্গলবার সূচক বৃদ্ধির একদিন পর বুধবার দরপতন হলো।

তথ্য মতে, বুধবার ডিএসইতে ২১ কোটি ৬৭ লাখ ৯৪ হাজার ৮১৯টি শেয়ার কেনাবেচা হয়েছে, যার মূল্য ১ হাজার ৩০৭ কোটি ৭৮ লাখ ১৪ হাজার টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১ হাজার ৪৮০ কোটি ৭ লাখ ৫ হাজার টাকা। অর্থাৎ আগের দিনের চেয়ে লেনদেন কমেছে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৩৭১টি কোম্পানির শেয়ারের। এর মধ্যে ৭২টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১৭৫টির, আর অপরিবর্তিত রয়েছে ১২৪টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দাম।

অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমায় বুধবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫০ দশমিক ৪১ পয়েন্ট কমে ৬ হাজার ৪৮৭ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইএস শরীয়াহ সূচক ৯ দশমিক ৪২ পয়েন্ট কমে ১ হাজার ৪১৭ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ২০ দশমিক ২৭ পয়েন্ট কমে ২ হাজার ৩৩৩ পয়েন্টে দাঁড়িয়েছে।

এদিন লেনদেনের শীর্ষে ছিল ওরিয়ন ফার্মাসিউটিক্যালসের শেয়ার। দ্বিতীয় স্থানে ছিল বেক্সিমকোর শেয়ার। আগের দিনের মতই লেনদেনে তৃতীয় স্থান দখল করেছে জেএমআই হসপিটাল। এরপর যথাক্রমে লেনদেনের শীর্ষে ছিল- লাফার্জহোলসিম, মালেক স্পিনিং, শাইনপুকুর সিরামিক, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি, ওরিয়ন ইনফিউশন,বাংলাদেশ শিপিং করপোরেশন এবং ডেল্টা লাইফ ইনস্যুরেন্স লিমিটেডের শেয়ার।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৬৪ পয়েন্ট কমে ১৯ হাজার ৬৮ পয়েন্টে দাঁড়িয়েছে। এ বাজারে ২৬২টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ৫০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১৪৩টির ও অপরিবর্তিত রয়েছে ৬৯টি কোম্পানির শেয়ারের দাম।

সিএসইতে লেনদেন হয়েছে ২১ কোটি ৪৯ লাখ ৯৩ হাজার ৭২০ টাকার শেয়ার। এর আগের দিন লেনদেন হয়েছিল ৩৫ কোটি ২ লাখ ৭৪ হাজার ২০৮ টাকার শেয়ার।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে