সূচকের উত্থান, বেড়েছে লেনদেন 

প্রকাশ | ১৯ সেপ্টেম্বর ২০২২, ১৭:৩৩

যাযাদি ডেস্ক

দেশের শেয়ারবাজারে সোমবার (১৯ সেপ্টেম্বর) সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন বাজারে লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে। 

বাজার পর্যালোচনায় দেখা গেছে, ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৬৫ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৬০০ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া, ডিএসই শরীয়াহ সূচক ১৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪৫১ পয়েন্টে, ডিএস৩০ সূচক ৪২ পয়েন্ট বেড়ে ২ হাজার ৪০৬ পয়েন্টে দাঁড়িয়েছে। 

ডিএসইতে মোট ৩৭১ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৮৮ কোম্পানির। এছাড়া, দরপতন হয়েছে ১৫৫ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ১২৮ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের। 

ডিএসইতে মোট ১ হাজার ৯৮৯ কোটি ৮৩ লাখ টাকা লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ৮১৩ কোটি ৯২ লাখ টাকা। 

এদিকে, অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএসসিএক্স ১১৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১ হাজার ৬২৪ পয়েন্টে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৯৩ পয়েন্ট বেড়ে ১৯ হাজার ৩৯৩ পয়েন্টে, সিএসই৩০ সূচক শূন্য দশমিক ৩৮ পয়েন্ট কমে ১৩ হাজার ৪৮৯ পয়েন্টে অবস্থান করছে। 

সিএসইতে ২৬৯ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭২টির, কমেছে ৯৪টির এবং অপরিবর্তিত আছে ১০৩ টির। দিন শেষে সিএসইতে ৯৩ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। 

যাযাদি/ এস