পুঁজিবাজার থেকে সরকার রাজস্ব হারাল দ্বিগুণ

প্রকাশ | ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৩৭

যাযাদি ডেস্ক
ফাইল ছবি

১১ কর্মদিবস পতন আর ১২ কর্মদিবস উত্থানের মধ্যদিয়ে নতুন বছরের প্রথম মাস জানুয়ারি পার করল দেশের পুঁজিবাজার। ভয় ও আতঙ্কের এই মাসে বিনিয়োগকারী এবং উদ্যোক্তাদের শেয়ার বিক্রি থেকে কর বাবদ সরকারের রাজস্ব আয় হয়েছে মাত্র ১৭ কোটি টাকা। যা আগের বছরের একই সময়ের তুলনায় সরকার রাজস্ব হারিয়েছে দ্বিগুণের বেশি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্য মতে, চলতি বছরের জানুয়ারি মাসে ডিএসইতে মোট ২৩ কর্মদিবসে ১১ হাজার ৭২৬ কোটি ৮৪ লাখ ১৪ হাজার ৩২৭ টাকার শেয়ার ও মিউচ্যুায়ল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। সেখান থেকে লেনদেনের ওপর কমিশন বাবদ সরকারের রাজস্ব আয় হয়েছে ১৭ কোটি ৪ লাখ ১৫ হাজার ৯৫৬ টাকা।

এর আগের বছর ২০২২ সালের জানুয়ারি মাসে লেনদেন হয়েছিল ৩১ হাজার ২৬১ কোটি ২১ লাখ ৭৭ হাজার ৩৩৫ টাকা। সেখান থেকে রাজস্ব আয় হয়েছিল ৩৯ কোটি ৭০ লাখ ৭ হাজার ৩৮ টাকা।

অর্থাৎ ২০২২ সালের জানুয়ারি মাসের তুলনায় ২০২৩ সালের জানুয়ারি মাসে সরকার রাজস্ব হারিয়েছে ২২ কোটি ৬৫ লাখ ৯১ হাজার ৮২ টাকা। যা আড়াই গুণের চেয়েও বেশি।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, গেল জানুয়ারি মাসে এর আগের বছরের জানুয়ারি মাসের তুলনায় পুঁজিবাজারে শেয়ার কেনা-বেচা কম হয়েছে। শেয়ার কেনা-বেচা কমায় ডিএসইতে লেনদেনও কম হয়েছে। এ কারণে সরকার এ খাত থেকে রাজস্বও কম পেয়েছে।

তারা বলছেন, লেনদেন কমার পেছনে দুটি কারণ রয়েছে। একটি কারণ হচ্ছে- দীর্ঘদিন ধরে ফ্লোর প্রাইস আরোপ থাকায়। ফ্লোর প্রাইসের ফলে দুই শতাধিক কোম্পানির শেয়ার লেনদেন হচ্ছে না।

দ্বিতীয় কারণ হচ্ছে- করোনা মহামারি ও ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে অধিকাংশ কোম্পানির মুনাফা কমেছে। কিছু কিছু কোম্পানি লোকসানেও পড়েছে। পাশাপাশি উচ্চ মূল্যস্ফীতির কারণে মানুষের ব্যয় বেড়েছে। যারা সঞ্চয় হিসেবে শেয়ার কিনে রেখেছিল এখন শেয়ার বিক্রি করে সেই টাকা দিয়ে সংসারে ব্যয় মেটাচ্ছে। এসব কারণে শেয়ার কেনার চেয়ে বিক্রির প্রবণতা বেশি ছিল। তবে বিক্রেতার হিড়িক থাকার পরও ক্রেতার সংকটের কারণে লেনদেন কমেছে।

ফলে সরকার ডিএসই থেকে কর বাবদ রাজস্ব কম পেয়েছে বলে মনে করেন বাজার সংশ্লিষ্টরা। তারা বলেন, বাজার স্থিতিশীল হলে লেনদেন বাড়বে, তখন সরকার আরও বেশি কর পাবে।

আয়কর অধ্যাদেশ অনুযায়ী, দুই ধরনের শেয়ার কেনা-বেচা থেকে সরকার রাজস্ব আয় করে। প্রথমটি হলো- কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের শেয়ার কেনা-বেচা থেকে রাজস্ব আয়। দ্বিতীয়টি হলো- বিনিয়োগকারীদের শেয়ার কেনা-বেচায় ব্রোকারেজ হাউজের ওপর আরোপিত কর।

যাযাদি/ এস