ব্লক লেনদেন চালু হচ্ছে ডিএসইর এসএমই প্লাটফর্মে

প্রকাশ | ১৭ মে ২০২৩, ১৩:১৩

যাযাদি ডেস্ক

সাধারণত ব্লক মার্কেটে লেনদেনের ক্ষেত্রে ক্রেতা-বিক্রেতা আগে থেকেই ঠিক করা থাকে। স্টক এক্সচেঞ্জের মূল মার্কেটে এ ধরনে লেনদেন অনেক আগে থেকেই প্রচলিত রয়েছে। এবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এসএমই প্লাটফর্মের লেনদেনেও ব্লক মার্কেটের সুবিধা যুক্ত হতে যাচ্ছে। ২১ মে থেকে এ প্লাটফর্মে ব্লক মার্কেটের মাধ্যমে লেনদেন করা যাবে। গতকাল নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে এ তথ্য জানিয়েছে ডিএসই। 

২০২১ সালের ৩০ সেপ্টেম্বর ওটিসি থেকে ফেরত চার কোম্পানিসহ মোট ছয়টি কোম্পানি নিয়ে ডিএসইর এসএমই প্লাটফর্মের যাত্রা হয়। বর্তমানে এ মার্কেটে মোট ১৫টি কোম্পানি তালিকাভুক্ত রয়েছে। এর মধ্যে ওটিসি থেকে ফেরা কোম্পানির সংখ্যা পাঁচ। সেগুলো হলো এপেক্স ওয়েভিং অ্যান্ড ফিনিশিং মিলস লিমিটেড, ওয়ান্ডারল্যান্ড টয়েস লিমিটেড, হিমাদ্রি লিমিটেড, বেঙ্গল বিস্কুট লিমিটেড ও ইউসুফ ফ্লাওয়ার মিলস লিমিটেড। 

এর বাইরে কোয়ালিফায়েড ইনভেস্টর অফারের (কিউআইও) মাধ্যমে ডিএসইর এসএমই প্লাটফর্মে এখন পর্যন্ত ১০টি কোম্পানি তালিকাভুক্ত হয়েছে। সেগুলো হলো কৃষিবিদ ফিড লিমিটেড, আচিয়া সি ফুডস লিমিটেড, মামুন এগ্রো প্রডাক্টস লিমিটেড, বিডি পেইন্টস লিমিটেড, মাস্টার ফিড এগ্রোটেক লিমিটেড, অরিজা এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড, স্টার অ্যাডহেসিভ, নিয়ালকো অ্যালয়স লিমিটেড, মোস্তাফা মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও কৃষিবিদ সিড লিমিটেড। এছাড়া আরো কয়েকটি কোম্পানির কিউআইও প্রস্তাবে অনুমোদন দিয়েছে বিএসইসি, যেগুলো তালিকাভুক্তির প্রক্রিয়াধীন রয়েছে।

যাযাদি/ এসএম