৫% লভ্যাংশ দেবে এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড

প্রকাশ | ২৩ আগস্ট ২০২৩, ১৩:৪৪

যাযাদি ডেস্ক

ইউনিটহোল্ডারদের সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত হয়েছে এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি কমিটির সভায়। এ লভ্যাংশ বিতরণসংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১২ সেপ্টেম্বর। 

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে গতকাল এ তথ্য জানিয়েছে তালিকাভুক্ত বেমেয়াদি ফান্ডটি। 

তথ্য অনুসারে, সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরে এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ইউনিটপ্রতি আয় (ইপিইউ) হয়েছে ৬ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩১ পয়সা। গত ৩০ জুন শেষে বাজার মূল্যের ভিত্তিতে ফান্ডটির ইউনিটপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিইউ) দাঁড়িয়েছে ১০ টাকা ৫৭ পয়সায়, আগের হিসাব বছর শেষে যা ছিল ১১ টাকা ২১ পয়সা।

যাযাদি/ এসএম