ইস্টার্ন হাউজিংয়ের ৩২ কোটি টাকার শেয়ার লেনদেন

প্রকাশ | ০৫ সেপ্টেম্বর ২০২৩, ১৪:৩১

যাযাদি ডেস্ক

আবাসন খাতের কোম্পানি ইস্টার্ন হাউজিং লিমিটেডের গতকাল ৩২ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এতে কোম্পানিটি গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে। এদিন কোম্পানিটির ৩১ লাখ ৬০ হাজার ৯২১টি শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসইতে গতকাল ইস্টার্ন হাউজিংয়ের শেয়ার সর্বশেষ ১০২ টাকা ৩০ পয়সায় লেনদেন হয়েছে। গত এক বছরে শেয়ারটির দর ৭০ টাকা ২০ থেকে ১৪৭ টাকা ৯০ পয়সায় লেনদেন হয়েছে।

সর্বশেষ সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ২৫ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে ইস্টার্ন হাউজিংয়ের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৬৮ কোটি ৮০ লাখ টাকা, আগের হিসাব বছরে যা ছিল ৫৪ কোটি ৯১ লাখ টাকা। সে হিসাবে বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে ১৩ কোটি ৮৯ লাখ টাকা বা ২৫ দশমিক ৩০ শতাংশ। 

আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৭ টাকা ৩৭ পয়সা, আগের হিসাব বছরে যা হয়েছিল ৫ টাকা ৮৮ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৮০ টাকা ৮ পয়সায়, আগের হিসাব বছর শেষে যা ছিল ৭৪ টাকা ৭১ পয়সা। ২০২২-২৩ হিসাব বছরের জন্য ঘোষিত লভ্যাংশ কোম্পানিটির সর্বশেষ পাঁচ হিসাব বছরের মধ্যে সর্বোচ্চ।

যাযাদি/ এসএম