ট্রাস্ট ইসলামী লাইফের পর্ষদ সভা ফের স্থগিত
প্রকাশ | ০৬ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৮

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের পর্ষদ সভা ফের স্থগিত হয়েছে। কোম্পানিটির সভা গতকাল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু অনিবার্য কারণে সভা স্থগিত করা হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগেও কোম্পানিটি গত ৫ জুনের পর্ষদ সভা স্থগিত করেছিল। পর্ষদ সভার নতুন তারিখ ও সময় পরবর্তী নোটিসের মাধ্যমে জানানো হবে। আলোচিত সভায় সর্বশেষ সমাপ্ত ২০২২ হিসাব বছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি কোম্পানিটির শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশের ঘোষণা আসতে পারে।
সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, সমাপ্ত ২০২২ হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের তহবিল বেড়েছে ৬ কোটি ৪১ লাখ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে এ তহবিল বেড়েছিল ৩ কোটি ৪৯ লাখ টাকা। গত বছরের ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির মোট তহবিলের আকার দাঁড়িয়েছে ১৮ কোটি ৭৩ লাখ টাকায়। আগের হিসাব বছরের একই সময় শেষে এ তহবিল ছিল ১০ কোটি ৫৪ লাখ টাকা।
ডিএসইতে গতকাল ট্রাস্ট ইসলামী লাইফের শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর ছিল ৫১ টাকা ৮০ পয়সা। গত এক বছরে শেয়ারটির সর্বনিম্ন ও সর্বোচ্চ দর ছিল যথাক্রমে ১১ টাকা ও ৮৬ টাকা ৯০ পয়সা।
যাযাদি/ এসএম