ম্যারিকো বাংলাদেশের ঋণমান ‘ট্রিপল এ’

প্রকাশ | ০২ অক্টোবর ২০২৩, ১২:৪৬

যাযাদি ডেস্ক

পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের সার্ভিলেন্স রেটিং দীর্ঘমেয়াদে ‘ট্রিপল এ’ ও স্বল্পমেয়াদে ‘এসটি-১’। ৩১ মার্চ সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ২০২৩-২৪ হিসাব বছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন ও রেটিং প্রকাশের দিন পর্যন্ত কোম্পানিটির প্রাসঙ্গিক অন্যান্য পরিমাণগত ও গুণগত তথ্যের ভিত্তিতে এ প্রত্যয়ন করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল)। 

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২৩-২৪ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (এপ্রিল-জুন) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪২ টাকা ১৮ পয়সা, আগের হিসাব বছরের একই সময় যা ছিল ৩২ টাকা ৬৭ পয়সা। 

যাযাদি/ এসএম