এগ্রো অর্গানিকার কিউআইও সাবস্ক্রিপশন শুরু ২৭ নভেম্বর

প্রকাশ | ১৩ নভেম্বর ২০২৩, ১২:১৫

যাযাদি ডেস্ক

যোগ্য বিনিয়োগকারীদের কাছ থেকে অর্থ উত্তোলনের জন্য অনুমোদন পাওয়া এগ্রো অর্গানিকা পিএলসির কোয়ালিফায়েড ইনভেস্টর অফারে (কিউআইও) আবেদন ২৭ নভেম্বর সকাল ১০টায় শুরু হবে। ফিক্সড প্রাইস পদ্ধতিতে আবেদন চলবে আগামী ৩ ডিসেম্বর বিকাল সাড়ে ৪টা পর্যন্ত। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। 

তথ্য অনুসারে, ইলেকট্রনিক সাবস্ক্রিপশন পদ্ধতির (ইএসএস) এ আবেদনের ক্ষেত্রে যোগ্য বিনিয়োগকারীদের (কিউআইও) কমপক্ষে ৩০ লাখ টাকা বিনিয়োগ করতে হবে।

এর আগে পুঁজিবাজার থেকে কিউআইওর মাধ্যমে ৫ কোটি টাকা উত্তোলনের অনুমোদন পেয়েছিল এগ্রো অর্গানিকা পিএলসি। কোম্পানিটি কিউআইওর মাধ্যমে প্রতিটি ১০ টাকা মূলের ৫০ লাখ শেয়ার ইস্যু করে যোগ্য বিনিয়োগকারীদের থেকে ৫ কোটি টাকা সংগ্রহ করবে। 

যাযাদি/ এসএম