১০% নগদ লভ্যাংশ দেবে ওরিয়ন ফার্মা

প্রকাশ | ১৪ নভেম্বর ২০২৩, ১২:১০

যাযাদি ডেস্ক

৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ প্রদানের সুপারিশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ খাতের কোম্পানি ওরিয়ন ফার্মাসিউটিক্যালস লিমিটেড। ডিএসই সূত্রে গতকাল এ তথ্য জানা গেছে। 

প্রতিবেদন অনুসারে, সমাপ্ত ২০২৩ হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৭৪ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৩ টাকা ৬২ পয়সা।  ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী ২৬ ডিসেম্বর বেলা ৩টায় ভার্চুয়াল প্লাটফর্মে এজিএম ও ইজিএম আহবান করা হয়েছে। 

যাযাদি/ এসএম