আজ লেনদেনে ফিরছে চার কোম্পানি
প্রকাশ | ০৫ ডিসেম্বর ২০২৩, ১২:০০

লভ্যাংশসংক্রান্ত রেকর্ড ডেট শেষে আজ থেকে লেনদেনে ফিরছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বিভিন্ন খাতের চার কোম্পানি। এগুলো হচ্ছে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেড, এইচআর টেক্সটাইল লিমিটেড, ইস্টার্ন লুব্রিক্যান্টস ব্লেন্ডার্স লিমিটেড ও আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড। রেকর্ড ডেটের কারণে গতকাল কোম্পানিগুলোর শেয়ার লেনদেন বন্ধ ছিল। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড সর্বশেষ সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৬ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৫ পয়সা। ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে ২৩ ডিসেম্বর ডিজিটাল প্লাটফর্মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহŸান করা হয়েছে।
এইচআর টেক্সটাইল সর্বশেষ সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরে সাধারণ বিনিয়োগকারীদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৪ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৭৯ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়াপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪১ টাকা ৩৩ পয়সায়। ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী ২৩ জানুয়ারি ডিজিটাল প্লাটফর্মে এজিএম আহবান করা হয়েছে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ছিল গতকাল।
চলতি ২০২৩-২৪ হিসাব বছরের প্রথম প্রান্তিকে এইচআর টেক্সটাইলের ইপিএস হয়েছে ৯৪ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৮৯ পয়সা (পুনর্মূল্যায়িত)। গত ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৪২ টাকা ২৬ পয়সায়।
ইস্টার্ন লুব্রিক্যান্টস বেøন্ডার্স সর্বশেষ সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৬০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচ্য হিসাব বছরে ইস্টার্ন লুব্রিক্যান্টসের ইপিএস হয়েছে ২১ টাকা ৭৮ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৯ টাকা ৫০ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির এনএভিপিএস ছিল ১৮৮ টাকা ৬৩ পয়সা। ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী ৩ ফেব্রæয়ারি ডিজিটাল প্লাটফর্মে এজিএম আহŸান করা হয়েছে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ছিল গতকাল।
আনোয়ার গ্যালভানাইজিং সর্বশেষ সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৯৭ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৬ টাকা ৪১ পয়সা (পুনর্মূল্যায়িত)। ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী ৪ ফেব্রæয়ারি ডিজিটাল প্লাটফর্মে এজিএম আহŸান করা হয়েছে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ছিল গতকাল।
চলতি ২০২৩-২৪ হিসাব বছরের প্রথম প্রান্তিকে আনোয়ার গ্যালভানাইজিংয়ের ইপিএস হয়েছে ১ টাকা ১০ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৫৬ পয়সা (পুনর্মূল্যায়িত)। গত ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি এনএভিপিএস দাঁড়িয়েছে ১৪ টাকা ৭ পয়সায়।
যাযাদি/ এসএম