হামিদ ফ্যাব্রিকসের এজিএমের সময় পরিবর্তন

প্রকাশ | ০৫ ডিসেম্বর ২০২৩, ১২:০৫

যাযাদি ডেস্ক

বার্ষিক সাধারণ সভার (এজিএম) সময় পরিবর্তন করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত হামিদ ফ্যাব্রিকস লিমিটেড। পূর্ব ঘোষণা অনুযায়ী, কোম্পানিটির এজিএম ২৮ ডিসেম্বর বেলা ১১টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, যা পরিবর্তন করে একই দিন বেলা সাড়ে ৩টায় নির্ধারণ করা হয়েছে। এছাড়া এজিএম-সংক্রান্ত অন্যান্য তথ্য অপরিবর্তিত থাকবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে গতকাল এ তথ্য জানা গেছে। 

সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরে উদ্যোক্তা পরিচালক বাদে বিনিয়োগকারীদের ৫ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে হামিদ ফ্যাব্রিকস লিমিটেড। নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১৯ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৬৭ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৩৭ টাকা ৭১ পয়সায়, আগের হিসাব বছরে যা ছিল ৩৮ টাকা ২২ পয়সা।

যাযাদি/ এসএম