বীকন ফার্মার ইপিএস বেড়েছে ২৫ শতাংশ
প্রকাশ | ৩০ জানুয়ারি ২০২৪, ১১:৫১
চলতি ২০২৩-২৪ হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) পুঁজিবাজারে তালিকাভুক্ত বীকন ফার্মাসিউটিক্যালস পিএলসির শেয়ারপ্রতি আয় (ইপিএস) আগের হিসাব বছরের একই সময়ের তুলনায় ২৫ শতাংশ বেড়েছে। গতকাল প্রকাশিত কোম্পানিটির সর্বশেষ দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের প্রথমার্ধে কোম্পানিটির ইপিএস হয়েছে ৩ টাকা ২৫ পয়সা, আগের হিসাব বছরের একই সময় যা ছিল ২ টাকা ৬০ পয়সা। আলোচ্য হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) ইপিএস হয়েছে ১ টাকা ৬৫ পয়সা, যা আগের হিসাব বছরের একই সময়ে ছিল ১ টাকা ৬১ পয়সা। গত ৩১ ডিসেম্বর শেষে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৭ টাকা ৩৮ পয়সায়।
যাযাদি/ এসএম