দর পতনের শীর্ষ ১০ কোম্পানি
প্রকাশ | ২০ মে ২০২৫, ১৬:৫০

আজ মঙ্গলবার (২০ মে) প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯০ টি প্রতিষ্ঠানের মধ্যে ১০৪ টির দর কমেছে বলে জানা যায়। আর সবচেয়ে বেশি দর কমেছে প্রগতি ইন্সুরেন্স এর।
এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ৪ টাকা ৫০ পয়সা বা ৮.৮৯ শতাংশ কমেছে। ফলে দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান নেয় এই কোম্পানির শেয়ার।
দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক এর দর কমে আগের দিনের তুলনায় ৭০ পয়সা বা ৬.১৯ শতাংশ।
আর ২০ পয়সা বা ৫.৮৮ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নেয় রিজেন্ট টেক্সটাইল ।
এছাড়া, আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড ৫.৪১ শতাংশ, সাইফ পাওয়ার টেক ৪.৮৮ শতাংশ, এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড ৪.৫৫ শতাংশ, এইচআর টেক্সটাইল ৪.৫১ শতাংশ, সুহৃদ ইন্ডাস্ট্রিজ ৪.৪১ শতাংশ, ভিএফএস থ্রেড ৪.২৯ শতাংশ এবং আইসিবি ইসলামিক ব্যাংক ৩.৪৫ শতাংশ কমেছে।