ব্লক মার্কেটে লেনদেন ৯ কোটি টাকা 

প্রকাশ | ২৫ মে ২০২৫, ১৭:১৪

যাযাদি ডেস্ক
প্রতীকী ছবি

রোববার (২৫ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ১৮ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। ডিএসই সূত্রে জানা গেছে, এসব প্রতিষ্ঠানের মোট ৯ কোটি ৪২ লাখ ২২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। 

এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ৫ প্রতিষ্ঠানের শেয়ার। 

প্রতিষ্ঠানগুলো হলো- ফাইন ফুডস, উত্তরা ব্যাংক, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, সি পার্ল বিচ রিসোর্ট এবং আইএফআইসি ব্যাংক।

এই পাঁচ প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে ৬ কোটি টাকারও বেশি।

প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ফাইন ফুডস। এদিন কোম্পানিটির ২ কোটি ৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। 

উত্তরা ব্যাংক ১ কোটি ৩২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আর ১ কোটি ২৬ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো ।

অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- সি পার্ল বিচ রিসোর্ট ১ কোটি ৭ লাখ এবং আইএফআইসি ব্যাংক ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।