তাবিথকে হারিয়ে বাফুফের সহ-সভাপতি মহি

প্রকাশ | ৩১ অক্টোবর ২০২০, ২০:০৩

ক্রীড়া প্রতিবেদক

নানা ঘটনার মধ্য দিয়ে অবশেষে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কার্যনির্বাহী কমিটির নির্বাচনের সমাপ্তি ঘটল। সহ-সভাপতি নির্বাচনে একটি পদের মীমাংসা না হওয়ায় গতকাল শনিবার এই পদের জন্য ভোট অনুষ্ঠিত হয়েছে। সেখানে তাবিথ আউয়ালের বিপক্ষে জয়লাভ করেছেন মহিউদ্দিন আহমেদ মহি।

 

এর মাধ্যমে বাফুফের চতুর্থ সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হলেন মহি। তিনি তাবিথকে ৬৭-৬৩ ভোটে হারিয়েছেন। প্রথম পর্বে তাবিথ আউয়াল ও মহিউদ্দিন আহমেদ মহি দুজনেই ৬৫টি করে ভোট পাওয়ায় গতকাল এই পোস্টের জন্য ফের ভোট অনুষ্ঠিত হয়।

 

এর আগে গত ৩ অক্টোবর প্রথমবার বাফুফে নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সেখানে টানা চতুর্থবারের মতো সভাপতি পদে জয়লাভ করেছেন কাজী সালাউদ্দিন।

সভাপতি পদে কাজী সালাউদ্দিন পেয়েছেন ৯৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বাদল রায় ৪০ ও মানিক একটি ভোট পেয়েছিলেন। এছাড়া ৯০ ভোট পেয়ে সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন সালাম মুর্শেদী।