ভারতীয় দলকে জরিমানা

প্রকাশ | ২৮ নভেম্বর ২০২০, ২০:৫৮

ক্রীড়া ডেস্ক

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে শুক্রবার ৬৬ রানে হেরেছে ভারত। সে ক্ষত এখনো তরতাজা রয়েছে সফরকারী শিবিরে। এরমধ্যেই বিরাট কোহলিদের গুনতে হলো জরিমানা। মন্থর ওভার রেটের কারণে এই শাস্তি পেয়েছে ভারত। নির্ধারিত সময়ে এক ওভার বল কম করায় ভারত দলের সবাইকে ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করেন ম্যাচ রেফারি ডেভিড বুন।

 

সিডনি ক্রিকেট মাঠে শুক্রবারের দিনটি মোটেও ভালো কাটেনি ভারতের। স্বাগতিকদের বিপক্ষে ৬৬ রানের বড় ব্যবধানে হারে তারা। এরপর গুনতে হচ্ছে জরিমানাও। ভারত অধিনায়ক কোহলি দায় স্বীকার করে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

শুক্রবার নির্ধারিত সময়ের মধ্যে ভারত শেষ করতে পেরেছিল ৪৯ ওভার, অর্থাৎ ১ ওভার হয়েছে নির্ধারিত সময়ের পর। আইসিসির নিয়ম অনুযায়ী, নির্ধারিত সময়ের পর প্রতি ওভারের জন্য পুরো দলের সদস্যদের ম্যাচ ফি’র ২০ শতাংশ কর্তন হিসেবে জরিমানা হবে। সে অনুযায়ী কোহলিসহ দলের বাকি ক্রিকেটারদের ম্যাচ ফি’র ২০ শতাংশ জরিমানা করা হয়েছে। অস্ট্রেলিয়া-ভারত ম্যাচের ম্যাচ রেফারি ডেভিড বুন আনুষ্ঠানিক অভিযোগ আনল অধিনায়ক কোহলি নিজেদের দোষ মেনে নেন। তাই কোনো শুনানির প্রয়োজন পড়েনি।