মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

চলে গেলের সেনেগালের গ্রেট ফুটবলার পাপা বুবা

ক্রীড়া ডেস্ক
  ৩০ নভেম্বর ২০২০, ২১:৩৯

২০০২ বিশ্বকাপের কথা মনে আছে নিশ্চয়ই? বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে ফ্রান্স সেবার টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ খেলতে নেমেছিল। অবিশ্বাস্যভাবে প্রথম ম্যাচে জিনেদিন জিদানদের ১-০ গোলে হারিয়ে দিয়েছিল নবাগত সেনেগাল! যার জয়সূচক গোলটি করেছিলেন সেনেগালের ওই সময়ের তারকা মিডফিল্ডার পাপা বুবা ডিওপ। দীর্ঘদিন অসুস্থ থাকা এই ফুটবলার মারা গেছেন ৪২ বছর বয়সেই।

২০০২ বিশ্বকাপে নবাগত সেনেগাল চমক দেখিয়েছিল সারা বিশ্বকেই। তাদের কাছে প্রথম ম্যাচে হারা ফ্রান্স অবশ্য গ্রæপ পর্বেই বিদায় নিয়েছিল। আর প্রথম আসরে অংশ নিয়েই সেনেগাল জায়গা করে নিয়েছিল কোয়ার্টার ফাইনালে। তাতে ডিওপের ভ‚মিকাও ছিল অসামান্য। গ্রæপ পর্বে উরুগুয়ের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করা ম্যাচটাতেও জোড়া গোল করেছিলেন তিনি। এছাড়া ডিওপ আফ্রিকা কাপ অব নেশন্সে খেলেছেন চারবার।

আর ২০০২ সালে রানার্স আপ হওয়া আসরেও খেলেছিলেন। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলেছেন ১২৯টি ম্যাচ। খেলেছেন ওয়েস্টহ্যাম ইউনাইটেড, বার্মিংহাম সিটি, ফুলহাম ও পোর্টসমাউথে। যিনি অবসর নিয়েছেন ২০১৩ সালে। অসাধারণ এই খেলোয়াড়ের মৃত্যুতে শোক জানিয়েছে ফিফা। সোশ্যাল মিডিয়ায় সংস্থাটি লিখেছে, ‘একদা বিশ্বকাপের নায়ক মানে সব সময়ই সে বিশ্বকাপের নায়ক।’

তার সাবেক ইংলিশ ক্লাব ফুলহাম টুইটারে লিখেছে, ডিওপের মৃত্যুতে তারা গভীরভাবে শোকাহত। শোক জানিয়েছেন সেনেগাল রাষ্ট্রপতি ম্যাকি স্যালও, ‘সেনেগালের জন্য অপূরণীয় ক্ষতি।’ লিভারপুলের সেনেগালিজ মিডফিল্ডার সাদিও মানে ইন্সটাগ্রামে লিখেছেন, ‘পাপা বুবা, তুমি ভালো করেই জানো তুমি আমাদের হৃদয়ে সব সময় থাকবে। এমনকি আমাদের কাছে বিদায় বলে না গেলেও।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে