ওয়াসিম-মানি যতদিন, বাবর অধিনায়ক ততদিন

প্রকাশ | ০১ ডিসেম্বর ২০২০, ২০:৪৯

ক্রীড়া ডেস্ক

 

পাকিস্তান ক্রিকেটে অধিনায়কত্ব বরাবরই ‘মিউজিক্যাল চেয়ার’ খেলার মতো। টেস্টের নেতৃত্বেই যেমন গত তিন বছরে পরিবর্তন এসেছে চারবার। তবে বাবর আজমের সঙ্গে এ রকম কিছু হবে না বলেই কথা দিচ্ছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান নির্বাহী ওয়াসিম খান। এহসান মানি ও তার দায়িত্ব যতদিন আছে, বাবরকে সরানো হবে না বলেই নিশ্চয়তা দিলেন তিনি।

আজহার আলিকে সরিয়ে কিছুদিন আগে টেস্টে পাকিস্তানের অধিনায়ক করা হয়েছে বাবরকে। স্টাইলিশ এই ব্যাটসম্যান আগে থেকেই ছিলেন সীমিত ওভারের ক্রিকেটে দলের নেতৃত্বে। মিসবাহ-উল-হকের অবসরের পর সরফরাজ আহমেদকে সিরিজ ধরে ধরে নেতৃত্ব দেওয়া হয়েছে। আজহার আলিও লম্বা সময় পাননি।

 

দলটি পাকিস্তান বলেই নতুন অধিনায়ককে নিয়ে প্রথম প্রশ্নটি চলে আসে, কত দিন থাকবেন দায়িত্বে? একটি ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকারে সেই প্রশ্নের উত্তর দিলেন ওয়াসিম খান, ‘যথেষ্ট লম্বা সময় সে পাবে। এতটুকু নিশ্চয়তা দিতে পারি, আমি যতদিন দায়িত্বে আছি ও এহসান মানি (বোর্ড সভাপতি) আছেন, ততদিন বাবর অধিনায়ক থাকবে।’

বাবরকে তিন সংস্করণেই অধিনায়ক করার কারণও ব্যাখ্যা করলেন পিসিবির প্রধান নির্বাহী, ‘আমরা তাকে দায়িত্ব দিয়েছি কারণ সে আমাদের সেরা ব্যাটসম্যান, বয়সে তরুণ এবং মানসিকভাবে খুব শক্ত। সে নিজেও তিন সংস্করণের দায়িত্বে আগ্রহী ছিল এবং আমাদেরকে নিশ্চিত করেছে যে চাপটা সে সামলাতে পারবে, তার ব্যাটিংয়ে প্রভাব পড়বে না।’

বাবরের ওপর আস্থা রাখার বিষয়ে ওয়াসিম যোগ করেছেন, ‘তাকে আমাদের সেরা পছন্দ মনে হয়েছে কারণ সে আমাদের ভবিষ্যৎ এবং দিন দিন উন্নতি করছে। তার ভবিষ্যৎ খুবই ভালো। আমাদের মনে হয়েছে, আজহার আলি তার সেরাটা দিয়ে ফেলেছে। তাই সময় এসেছে বাবরকে গড়ে তোলার এবং টেস্টেও তাকে অধিনায়কের দায়িত্ব দেওয়ার।’

বাবরের নেতৃত্বে এখন নিউজিল্যান্ড সফরে আছে পাকিস্তান দল। সেখানে তারা তিনটি টি২০ ও দুটি টেস্ট ম্যাচ খেলবে। র্আ এই সফর দিয়ে টেস্ট অধিনায়ক হিসেবে অভিষেক হবে বাবরের।