শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

​শুক্রবার কাতারের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

যাযাদি ডেস্ক
  ০৩ ডিসেম্বর ২০২০, ২১:০৭

বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে কাতারের দোহায় শুক্রবার স্বাগতিকদের মুখোমুখি হবে সফররত বাংলাদেশ। দোহার দুহাইল আবদুল্লাহ বিন খলিফা স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১০টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে।

তবে ১০ হাজার দর্শক ধারণক্ষম এ স্টেডিয়ামের গ্যালারির বেশিরভাগ আসনই থাকবে শূন্য। কারণ করোনাভাইরাস মহামারীর কারণে মাত্র ২০ শতাংশ টিকিট বিক্রির অনুমতি দিয়েছে কাতার ফুটবল।

বাংলাদেশের দর্শকদের জন্য দেশের একমাত্র স্পোর্টস চ্যানেল টি-স্পোর্টস এবং বাংলাটিভি ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে।

কাতারে সফররত বাংলাদেশ জাতীয় ফুটবল দল ইতিমধ্যে সেখানে দুটি প্র্যাকটিস ম্যাচ খেলেছে এবং বৃহস্পতিবার দোহার আল আজিজাহ বাটিকে (সুপার ক্লাব) সর্বশেষ অনুশীলন করেছে।

গ্রুপ-ই তে থাকার পাঁচ দলের মধ্যে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে স্বাগতিক কাতার। অপরদিকে, চার ম্যাচ থেকে মাত্র ১ পয়েন্ট নিয়ে গ্রুপের তলানীতে বাংলাদেশ।

অন্যদিকে, মধ্যে ১২ পয়েন্ট নিয়ে ওমান, ৪ পয়েন্ট নিয়ে আফগানিস্তান এবং ৩ পযেন্ট নিয়ে ভারত পর্যায়ের ক্রমে বাংলাদেমের উপরে রয়েছে।

বাংলাদেশ দল: আশরাফুল ইসলাম রানা, আনিসর রহমান জিকো, পাপ্পু হোসেন, তপু বর্মন, বিশ্বজিৎ ঘোষ, ইয়াসিন খান, রহমত মিয়া, সুশান্ত ত্রিপুরা, রিয়াদুল হাসান, রায়হান হাসান, জামাল ভূইয়া, আতিকুর রহমান ফাহাদ, মামুনুল ইসলাম মামুন, সোহেল রানা, রবিউল হাসান, বিপ্লব আহমেদ, মোহাম্মাদ ইব্রাহীম, সাদউদ্দিন, নাবিব নেওয়াজ জীবন, তৌহিদুল আলম সবুজ, রাকিব হোসেন, মানিক হোসেন মোল্লাহ, ইয়াসির আরাফাত, মঞ্জুরুর রহমান, সুমন রেজা, মাহবুবুল রহমান সফিল এবং এমএস বাবলু। সূত্র-ইউএনবি

যাযাদি/এমডি/৯:০৫পিএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে