বার্সাকে হারাতে সব অস্ত্র ব্যবহার করবে কাদিস

প্রকাশ | ০৫ ডিসেম্বর ২০২০, ১০:৪৯

যাযাদি ডেস্ক

 

 

বার্সাকে হারাতে  বদ্ধ পরিকর কাদিস। এতে তারা সব অস্ত্র ব্যবহার করবে প্রস্তুত। লা লিগায় শনিবার ঘরের মাঠে বার্সেলোনার মুখোমুখি হবে কাদিস। এর আগের দিন সেরভেরা জানালেন, লং পাস নির্ভর গতিময় ফুটবল দিয়ে গোলের চেষ্টা করবেন তারা। “আমরা জানি, বার্সেলোনা আমাদের চেয়ে এগিয়ে। তবে এটা একটা ফুটবল ম্যাচ। আর ফুটবলে অনেক সময়ই কম শক্তির দল জেতে।”

 

“বার্সেলোনার চেয়ে বলে বেশি স্পর্শ করার চেষ্টায় আমি যাব না। মাঠে ওদের যতটা সম্ভব ভোগানোর চেষ্টা করব আমরা। আর যখন আমাদের সামনে সুযোগ আসবে, আমরা সেটা নেওয়ার চেষ্টা করব।”

 

প্রথম পছন্দের কেবল একজন সেন্ট্রাল ডিফেন্ডার নিয়েও জমাট এক রক্ষণ গড়েছে বার্সেলোনা। সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ তিন ম্যাচে অক্ষত রেখেছে জাল। কাদিস কোচ ভালো করেই জানেন, কাতালান ক্লাবটির রক্ষণে বাড়তি সময় নিলে গোল পাওয়ার পথ আরও কঠিন হয়ে যাবে। “পাসিং ফুটবলে দিয়ে বার্সেলোনার বিপক্ষে গোল পাওয়া যাবে না। এটা হবে গতি দিয়ে। ফরোয়ার্ডদের লম্বা পাস দাও, এটাই হবে পরিকল্পনা।”

 

দুই জয় দিয়ে লা লিগা শুরুর পর হঠাৎ দিক হারিয়ে ফেলে বার্সেলোনা। তবে সম্প্রতি দলটির খেলায় মিলেছে উন্নতির আভাস। সেরভেরা মনে করছেন, ফরোয়ার্ডরা ছন্দে থাকায় বদলে গেছে দলটির খেলা।

 

“আমার দৃষ্টিতে বার্সেলোনা ওদের সেরা সময় কাটাচ্ছে। অনেক খেলোয়াড়ই ছন্দে রয়েছে। অঁতোয়ান গ্রিজমান, উসমান দেম্বেলে, মার্টিন ব্রাথওয়েটরা খুব ভালো ছন্দে আছে…এরপর আছে লিওনেল মেসি, যে কি না বিশ্বের সেরা। “ওসাসুনাকে চার গোল দিয়ে খেলতে আসছে বার্সেলোনা। সব কিছুর জন্য যথেষ্ট বিকল্প রয়েছে। আমার মতে, এই ধরনের খেলোয়াড়রা ম্যাচ জেতে। ওরা খুব ভালো, আর সেটা দলীয়ভাবে এবং ব্যক্তিগতভাবেও।

 

যাযাদি/এসএইচ