ম্যানচেস্টার সিটির আর্জেন্টাইন তারকা সার্জিও আগুয়েরোকে নিজেদের তাঁবুতে ভেড়াতে চায় বার্সেলোনা। ইংলিশ ক্লাব সিটির সঙ্গে আগুয়েরোর চুক্তি শেষ হবে এ মৌসুমেই। ফ্রি ট্রান্সফার ফি-তে এই তারকাকে দলভুক্ত করতে আগ্রহী বার্সা।
৩২ বছর বয়সী আগুয়েরো ২০১১ সালে সিটিতে যোগ দেওয়ার আগে আতলেতিকো মাদ্রিদে খেলতেন। সংবাদ মাধ্যমে খবর, তাকে লা লিগায় ফিরিয়ে আনতে মুখিয়ে আছেন বার্সা কোচ রোনাল্ড কোম্যান।
ইনজুরিতে পড়া এ মৌসুমের শুরতে মাত্র তিনটি ম্যাচে মূল একাদশে মাঠে নেমেছেন আগুয়েরো। তবে গোল করার ক্ষেত্রে এখনো সেরা মানে আছেন তিনি। সিটির সঙ্গে চুক্তির শেষ ছয় মাসে চলে আসায় আগুয়েরো এখন দলবদলের কার্যক্রমে অংশ নিতে পারবেন।
আর্জেন্টিনার এই তারকা অবশ্য এখনো সিটির কাছ থেকে নতুন প্রস্তাবের জন্য অপেক্ষা করছেন। কারণ নতুন চুক্তির জন্য এই ক্লাবটিই তার কাছে অগ্রাধিকার পাচ্ছে। তবে সেটি যদি না হয়, তাহলে হয়তো বার্সার দিকেই ঝুঁকবেন তিনি।
এদিকে আগুয়েরোকে পিএসজির নতুন কোচ মৌরিসিও পচেত্তিনো দলে চান বলে কদিন আগে খবর প্রকাশ হয়। অর্থাৎ এটা প্রমাণিত যে, দল বদলের বাজারে আর্জেন্টাইন এই তারকার কদর মোটেও খারাপ নয়।
যাযাদি/এসএইচ
Copyright JaiJaiDin ©2021
Design and developed by Orangebd