ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের জন্য নিজেদেরকে প্রস্তুত করছে বাংলাদেশ দলের ক্রিকেটাররা। বিকেএসপিতে নিজেদের মধ্যে দুই দলে ভাগ হয়ে প্রস্তুতি ম্যাচ খেলছে টাইগাররা। ৪০ ওভারের ম্যাচে মাহমুদউল্লাহ একাদশের মুখোমুখি হয়েছে তামিম একাদশ। টসে হেরে মাহমুদউল্লাহ একাদশের বোলারদের বোলিং তোপে ৩৭ দশমিক ২ ওভারে ১৬১ রানে অলআউট হয়েছে তামিম একাদশ।
তামিম একাদশের পক্ষে সর্বোচ্চ ৩৫ রান করেছেন আফিফ হোসেন ধ্রুব। তামিম করেছেন ২৮ রান। নাজমুল হোসেন শান্তর ব্যাট থেকে এসেছে ২৭ রান।
মাহমুদউল্লাহ একাদশের পেসার হাসান মাহমুদ একাই চারটি উইকেট নিয়েছেন। এছাড়া দুটি করে উইকেট নিয়েছেন শরিফুল ইসলাম ও আল-আমিন হোসেন।
একনজরে দুই দলের একাদশ:
তামিম একাদশ:
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদ, রুবেল হোসেন ও মুস্তাফিজুর রহমান।
মাহমুদউল্লাহ একাদশ:
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), ইয়াসির আলি চৌধুরী, নাঈম শেখ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, আল-আমিন হোসেন ও শরিফুল ইসলাম।
যাযাদি/ এমএস
Copyright JaiJaiDin ©2021
Design and developed by Orangebd