ইন্ডিয়ান লিগে (আই লিগ) নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে কলকাতা মোহামেডান। বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভূঁইয়া খেলছেন এই দলে। তাদের প্রতিপক্ষ হিসেবে থাকবে চার্চিল ব্রাদার্স।
বৃহস্পতিবার (১৪জানুয়ারি) পশ্চিম বঙ্গের নদীয়ার কল্যাণী স্টেডিয়ামে ম্যাচটি গড়াবে বাংলাদেশ সময় রাত আটটায়। সরাসরি সম্প্রচার করবে ওয়ান স্পোর্টসের ফেসবুক পেজ। প্রথম ম্যাচেই জয় তুলে নিয়েছে মোহামেডান স্পোর্টিং। সুদেভা এফসির বিপক্ষে ০-১ গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ অধিনায়কের দল।
শনিবার কলকাতার সল্টলেক স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে প্রথম একাদশেই ছিলেন জামাল। ঐতিহ্যবাহী দলটির হয়ে গোল করেন ফয়সাল আলী। বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন খ্যাত এই মাঠে ম্যাচের ৫৮ মিনিটে সুরাজ রাওয়াটের বাড়ানো বলে গোল করেন ফয়সাল।
যাযাদি/ এমডি
Copyright JaiJaiDin ©2021
Design and developed by Orangebd