বিশ্ব সেরা ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসানের দাদি রেবেকা নাহার (৮৭) এর দাফন সম্পন্ন হয়েছে। বার্ধক্যজনিত কারণে বুধবার (১৩ জানুয়ারি) রাত ১০টায় মাগুরা শহরের কেশব মোড়ের নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) দুপুর ২টায় মরহুমার নামাজে জানাজা মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ মাঠে অনুষ্ঠিত হয়।
জানাজার নামাজে অংশ নেন, মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর, ঢাকা মিরপুরের সংসদ সদস্য ইলিয়াছ মোল্ল্যা, মাগুরা পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুলসহ বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মাগুরা ভায়না পৌর কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে।
ঢাকায় বাংলাদেশ ক্রিকেট দল এবং ওয়েস্ট ইন্ডিজ দলের অনুশীলন চলায় সাকিব আল হাসান জানাজায় উপস্থিত হতে পারেননি বলে জানিয়েছেন তার পিতা মাশরুর রেজা কুটিল জানান।
যাযাদি/ এমডি
Copyright JaiJaiDin ©2021
Design and developed by Orangebd